প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় পেয়েছে প্রাইম ব্যাংক। নাইম শেখের সেঞ্চুরিতে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে দলটি। শাইনপুকুরের বোলারদের নাস্তানাবুদ করেই ছেড়েছেন তিনি। এর আগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১৭৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে চমক দেখিয়েছিলেন বাঁহাতি ওপেনার। গতকাল বিকেএসপি ৩ নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরি বেরিয়ে এসেছে নাইম শেখের ব্যাট থেকে। এদিন বাঁহাতি ব্যাটার ৬৪ বলে ৫ ছক্কা ও ১১ বাউন্ডারি হাঁকিয়ে করেছেন ১০৪ রান। তার হার না মানা শতকে শাইনপুকুরকে হেসেখেলে ৯ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। পেসার শফিকুল ইসলাম ও বাঁহাতি স্পিনার নাজমুল অপুর সাড়াশি বোলিংয়ের মুখে মাত্র ১৫৯ রানে অলআউট হয় শাইনপুকুর। জবাবে দুই ওপেনার নাইম শেখ ও সাব্বির হোসেন (৪৮ বলে ৪৭) প্রথম উইকেটে ১৫.২ ওভারে ১২০ রান তুলে দিলে জয়ের ক্ষেত্র প্রস্তুত হয়ে যায় প্রাইম ব্যাংকের। এরপর মাত্র ২০.১ ওভারেই জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। ৭ ম্যচে প্রাইম ব্যাংকের চতুর্থ জয়ের বিপরীতে শাইনপুকুর হারলো ষষ্ঠবারের মতো।

সংক্ষিপ্ত স্কোর: শাইনপুকুর: ৪৮.৪ ওভারে ১৫৯ (ফারজান আহমেদ ৩৮, শাহরিয়ার সাকিব ২৯; শফিকুল ৩/২১, নাজমুল অপু ৩/২২, রিশাদ ২/৩৭)। প্রাইম ব্যাংক: ২০.১ ওভারে ১৬২/১ (নাইম শেখ ১০৪*, সাব্বির হোসেন ৪৭; শাহিন আলম (১/৪৫)।