আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলের একসঙ্গে খেলার ঘটনা নতুন নয়। শিবনারায়ণ চন্দরপালের ছেলে তেজনারায়ণ চন্দরপল বা সুনীল গাভাস্কারের ছেলে রোহান গাভাস্কার এর মতো উদাহরণ আগেও দেখা গেছে। তবে বাবা ও ছেলে একই ম্যাচে একসঙ্গে ব্যাটিং করার ঘটনা বিরল। এই বিরল ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। যেখানে পূর্ব তিমুরের সুহায়েল সাত্তার ও তার ছেলে ইয়াহিয়া সুহায়েল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে একসঙ্গে খেলেছেন। ইন্দোনেশিয়ার বিপক্ষে চতুর্থ উইকেটে তাদের জুটি থেকে এসেছে মাত্র ২ রান। দলীয় ৬১ রানের মধ্যে সুহায়েল সাত্তার করেন সর্বোচ্চ ১৪ রান, আর ইয়াহিয়া সুহায়েল করেন ১ রান। এই ঘটনাটি ঘটেছে বালি দ্বীপে ইন্দোনেশিয়া-মিয়ানমার-পূর্ব তিমুর ত্রিদেশীয় সিরিজে। পরের দিন মিয়ানমারের বিপক্ষে পূর্ব তিমুর মাত্র ৩২ রানে গুটিয়ে যায়। সেই ম্যাচে সুহায়েল সাত্তার রান করার আগে আউট হন, আর ইয়াহিয়া মাত্র ২ রান করেন। যদিও পূর্ব তিমুর দুটি ম্যাচই হারে।
আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলের একসঙ্গে খেলার এই বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। আগেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে বাবা-ছেলের একসঙ্গে খেলার উদাহরণ আছে। আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পাকিজা ক্রিকেট লিগে ২০২৫ সালে মোহাম্মদ নবি ও তার ছেলে হাসান ইশাকিল একই ম্যাচে খেলেছেন। সেই ম্যাচে ছেলের ব্যাটে বাবা ছক্কা খেয়েছেন।