তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচেই জয় পেয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।
রোববার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচটিও জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল টাইগাররা।
শারজাহর ব্যাটিং সহায়ক উইকেটে টস হেরে আগে ব্যাট করে আফগানিস্তান গড়ে ৯ উইকেটে ১৪৩ রানের ইনিংস। শুরুটা ছিল বেশ বাজে—৪০ রানের আগেই হারায় তিন উইকেট। মাঝের সময়ে ছোট জুটি গড়ে কিছুটা ঘুরে দাঁড়ালেও বাংলাদেশি বোলারদের শৃঙ্খল বোলিংয়ে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা।
আফগান ব্যাটার দারবিশ রসুলি করেন দলের সর্বোচ্চ ৩২ রান। সিদ্দিকুল্লাহ অটল ২৮ ও মুজিব উর রহমান ২৩ রান যোগ করেন। বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ছিলেন সবচেয়ে সফল বোলার—৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব তুলে নেন ২টি করে উইকেট, আর শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন নেন একটি করে।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংসের শুরুটা কিছুটা ধীর হলেও稳ভাবে এগোতে থাকে। ওপেনার ইমন ১৬ বলে ১৪ রান করে ওমরজাইর বলে আউট হন। এরপর সাইফ হাসান ও তানজিদ হাসান মিলে ৫৫ রানের দারুণ জুটি গড়ে দলকে শক্ত ভিত গড়ে দেন। তানজিদ ফেরেন ৩৩ বলে ৩৩ রান করে।
এরপর অধিনায়ক জাকের আলীকে নিয়ে এগিয়ে যান সাইফ। তবে দলীয় ১০৯ রানের মাথায় দুই বলে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ। মুজিব উর রহমানের টানা দুই বলে ফেরেন জাকের ও শামিম হোসেন।
তবে শেষ পর্যন্ত সেই চাপ সামলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা। টি-টোয়েন্টিতে নিজের চতুর্থ ফিফটি তুলে নিয়ে অপরাজিত থাকেন সাইফ হাসান—তার ব্যাট থেকে আসে ৬৪ রান। সঙ্গী নুরুল হাসান অপরাজিত থাকেন ১০ রানে।
আফগানিস্তানের হয়ে দুটি উইকেট নেন মুজিব উর রহমান। শেষ পর্যন্ত ২ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ, আর তাতেই আফগানদের হোয়াইটওয়াশের স্বাদ দেয় টাইগাররা।