কেন উইলিয়ামসনকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ফলে দীর্ঘ ১১ মাস পর দলে ফিরলেন এই সেরা ব্যাটার। গেল বছরের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট খেলেছেন উইলিয়ামসন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ঐ সিরিজের পর শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে দু’টি টেস্ট খেলেছে কিউইরা। ঐ সিরিজের দলে ছিলেন না উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সিরিজ দিয়ে আবারও লাল বলের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন টেস্টে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক উইলিয়ামসন। এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র শুরু করবে প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।