বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টেও নিউজিল্যান্ডের আগুনে বোলিংয়ে উড়ে গেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ৩৫৯ রানে হারিয়েছে কিউইরা। জিম্বাবুয়ের নিজেদের ইতিহাসে টেস্টে ইনিংসে সবচেয়ে বেশি রানে পরাজয়ের রেকর্ডও এটি। এই তালিকায় দুই ও তিনে থাকা বিব্রতকর দুটি রেকর্ডও জিম্বাবুয়ের হয়েছে কিউইদের বিপক্ষে। ২০১২ সালে নেপিয়ারে জিম্বাবুয়েকে ইনিংস ও ৩০১ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। কিউইরাই এর আগে ২০০৫ সালে হারারেতে জিম্বাবুয়েকে হারিয়েছিল ইনিংস ও ২৯৪ রানে।
দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৬০১ রানে গত শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। গতকাল তৃতীয় দিনে ব্যাটিংয়েই নামেনি। তাদের ইনিংস ঘোষণার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। নিউজিল্যান্ডের বোলিং তোপে ৫.৫ ওভারে ৩ উইকেটে ২৪ রানে পরিণত হয় জিম্বাবুয়ে। যেখানে জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও ব্রেন্ডন টেলরকে ফিরিয়েছেন কিউই পেসার ম্যাট হেনরি। আরেক কিউই পেসার জ্যাকব ডাফি কট এন্ড বোল্ড করেন শন উইলিয়ামসকে। এই ম্যাচ দিয়ে ডাফির টেস্টে অভিষেক হয়েছে।
জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিনের সঙ্গে শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেন নিক ওয়েলচ। তবে চতুর্থ উইকেটে তাঁদের জুটিতে এসেছে ৫৪ বলে ২৫ রান। ১৫তম ওভারে পঞ্চম বলে আরভিনকে (১৭) ফেরান ম্যাট ফিশার। জিম্বাবুয়ের ইনিংসে চতুর্থ উইকেটের জুটিটাই সর্বোচ্চ রানের জুটি। মুড়ি-মুড়কির মতো উইকেট হারাতে থাকা জিম্বাবুয়ে ৪ উইকেটে ৪৯ রান থেকে মুহূর্তেই গুটিয়ে যায় ১১৭ রানে। দ্বিতীয় ইনিংসে ২৮.১ ওভার ব্যাটিং করেছে। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন ওয়েলচ। তিন নম্বরে নামা এই ব্যাটার একপ্রান্ত আগলে অসহায়ের মতো দেখেছেন সতীর্থদের আসা-যাওয়া।
নিউজিল্যান্ডের ফুকস ৩৭ রানে নিয়েছেন ৫ উইকেট। এই ম্যাচ দিয়েই তাঁর টেস্টে অভিষেক হয়েছে। ম্যাট হেনরি ও ডাফি পেয়েছেন দুটি করে উইকেট। ম্যাট ফিশার পেয়েছেন এক উইকেট। দুই ম্যাচের টেস্ট সিরিজ নিউজিল্যান্ড জিতল ২-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় টেস্টেও টস জিতে ব্যাটিং নিয়েছে জিম্বাবুয়ে।