প্রিমিয়ার ক্রিকেট লিগে সুপার লিগ নিশ্চিত করেছে গুলশান ক্রিকেট ক্লাব। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে সুপার লিগ নিশ্চিত করেছে তারা। এদিন আগে ব্যাটিং করে প্রাইম ব্যাংক ২০৪ রানের লক্ষ্য দেয়। জবাবে ৩৭.১ ওভারে আজিজুল তামিমের সেঞ্চুরিতে ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় গুলশান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছুঁয়ে ম্যাচ সেরা হন আজিজুল তামিম বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইম ব্যাংক। সাজ্জাদুল আলম রিপনের ৫১, ইরফান শুক্কুরের ৪৩ এবং নাঈম শেখের ৩৬ রানে ভর করে ২০৩ রান করে তারা। জবাবে দুই ওপেনার জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিমের ৭১ রানের জুটিতে শুরুটা দারুণ করে গুলশান। আবরার ৪৮ বলে ৩৩ রান করে আউট হওয়ার পর আলিফ হাসান ইমন (৯) ও নাঈম ইসলাম (৫) দ্রুত বিদায় নিলে ছন্দ পতন হয় তাদের। এরপর আজিজুল ও খালিদ হাসান মিলে ৬২ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। নাজমুল অপুর বলে আজিজুল আউট হতেই ভাঙে জুটি। অবশ্য এর আগে ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি তুলে নেন তিনি। ১০৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলে আউট হন তামিম। জয় থেকে ৬ রান দূরে থাকতে আউট হন খালিদ (৩৮)। শেষ অব্দি ৩৭.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় প্রথমবার প্রিমিয়ার লিগ খেলতে আসা দলটি। প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে নাঈম আহমেদ ৪৫ রানে নেন দুটি উইকেট। এছাড়া নাজমুল অপু, শামীম হোসেন পাটোয়ারি ও শাহাদাত দিপু প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া ইরফান শুক্কুরের সিদ্ধান্তের প্রতিদান দিতে ব্যর্থ হন প্রাইম ব্যাংকের বোলাররা। ৬৬ রানে টপ অর্ডারের চার উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। মিডল অর্ডার ব্যাটার সাজ্জাদুল হক রিপনের অপরাজিত ৫১ ও ইরফান শুক্কুরের ৪৩ রানের উপর দাঁড়িয়ে প্রাইম ব্যাংক কোনও রকমে ২০৩ রানের সংগ্রহ দাঁড় করায়। প্রাইম ব্যাংককে অল্প রানে বেঁধে ফেলতে বড় ভূমিকা রাখেন মেহেদী হাসান। ৩৫ রানে তিনটি উইকেট শিকার করেন তিনি। এছাড়া আসাদুজ্জামান পায়েল, নাঈম ইসলাম ও নিহাদুজ্জামান প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।