বিপিএলের ১২তম আসরের পর্দা উঠছে আগামী ২৬ ডিসেম্বর। সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে নোয়াখালী এক্সপ্রেস। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
বিপিএলের ফাইনাল ম্যাচ হবে ২৩ জানুয়ারি, ২০২৬। ফাইনালের জন্য আছে রিজার্ভ ডে। ২৪ জানুয়ারি রিজার্ভ ডে থাকছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএলের দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা অনুযায়ী, পূর্বনির্ধারিত সময়ের চেয়ে ৭ দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। এবারের আসরে প্রথমবারের মতো দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র মিরপুরের চেয়ে বেশি ম্যাচ পাচ্ছে সিলেট ও চট্টগ্রাম। বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, এবার ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে মাত্র ১০টি। অন্যদিকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামÑউভয় ভেন্যুই পাচ্ছে ১২টি করে ম্যাচ। তবে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি প্লে-অফ ম্যাচসহ ফাইনাল আয়োজনের দায়িত্ব থাকছে মিরপুরের কাঁধেই।
বিপিএলের ১২তম আসরের সূচনা হবে ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। লিগ পর্বের প্রথম ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। সিলেট পর্ব শেষ হওয়ার পর ৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। এই ভেন্যুতে ৬টি ম্যাচ ডেতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের আরও ১২টি খেলা। এরপর লিগ পর্বের শেষ ছয় ম্যাচ এবং নকআউট পর্বের চার ম্যাচের জন্য বিপিএল ফিরবে ঢাকায়।
১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই পর্বের টানা তিন দিনের খেলার মধ্য দিয়ে ১৭ জানুয়ারি লিগ পর্বের সমাপ্তি ঘটবে। এরপর একদিন বিরতির পর ১৯ জানুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। তারপর একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সবশেষে, আগামী ২৩ জানুয়ারি শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। প্লে-অফের প্রতিটি ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে। বরাবরের মতো লিগ পর্বে প্রতি দিন দুইটি করে খেলা হবে। শুধু শুক্রবার বাদে অন্যান্য দিন প্রথম ম্যাচ দুপুর ১টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে। তবে শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে যথাক্রমে দুপুর ২টায় এবং সন্ধ্যা ৭টায়।
২০২৬ বিপিএলের পূর্ণাঙ্গ সূচি
ম্যাচ নং তারিখ সময় ম্যাচ ভেন্যু
১ ২৬ ডিসেম্বর ২০২৫ বেলা ২টা সিলেট টাইটানস - রাজশাহী ওয়ারিয়র্স সিলেট
২ ২৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৭টা নোয়াখালী এক্সপ্রেস - চট্টগ্রাম রয়্যালস সিলেট
৩ ২৭ ডিসেম্বর ২০২৫ বেলা ১টা ঢাকা ক্যাপিটালস - রাজশাহী ওয়ারিয়র্স সিলেট
৪ ২৭ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা সিলেট টাইটানস - নোয়াখালী এক্সপ্রেস সিলেট
৫ ২৯ ডিসেম্বর ২০২৫ বেলা ১টা রংপুর রাইডার্স - চট্টগ্রাম রয়্যালস সিলেট
৬ ২৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা রাজশাহী ওয়ারিয়র্স -নোয়াখালী এক্সপ্রেস সিলেট
৭ ৩০ ডিসেম্বর ২০২৫ বেলা ১টা সিলেট টাইটানস - চট্টগ্রাম রয়্যালস সিলেট
৮ ৩০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা ঢাকা ক্যাপিটালস - রংপুর রাইডার্স সিলেট
৯ ১ জানুয়ারি ২০২৬ বেলা ১টা সিলেট টাইটানস - ঢাকা ক্যাপিটালস সিলেট
১০ ১ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা রংপুর রাইডার্স - রাজশাহী ওয়ারিয়র্স সিলেট
১১ ২ জানুয়ারি ২০২৬ বেলা ২টা ঢাকা ক্যাপিটালস - চট্টগ্রাম রয়্যালস সিলেট
১২ ২ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টা সিলেট টাইটানস - রংপুর রাইডার্স সিলেট
১৩ ৫ জানুয়ারি ২০২৬ বেলা ১টা রংপুর রাইডার্স - ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম
১৪ ৫ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা চট্টগ্রাম রয়্যালস - রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম
১৫ ৬ জানুয়ারি ২০২৬ বেলা ১টা নোয়াখালী এক্সপ্রেস - সিলেট টাইটানস চট্টগ্রাম
১৬ ৬ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা চট্টগ্রাম রয়্যালস - রংপুর রাইডার্স চট্টগ্রাম
১৭ ৮ জানুয়ারি ২০২৬ বেলা ১টা সিলেট টাইটানস - রংপুর রাইডার্স চট্টগ্রাম
১৮ ৮ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা রাজশাহী ওয়ারিয়র্স - ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম
১৯ ৯ জানুয়ারি ২০২৬ বেলা ২টা চট্টগ্রাম রয়্যালস - নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম
২০ ৯ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টা রাজশাহী ওয়ারিয়র্স - সিলেট টাইটানস চট্টগ্রাম
২১ ১১ জানুয়ারি ২০২৬ বেলা ১টা রংপুর রাইডার্স - নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম
২২ ১১ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা চট্টগ্রাম রয়্যালস া-ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম
২৩ ১২ জানুয়ারি ২০২৬ বেলা ১টা রাজশাহী ওয়ারিয়র্স - রংপুর রাইডার্স চট্টগ্রাম
২৪ ১২ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা নোয়াখালী এক্সপ্রেস - ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম
২৫ ১৫ জানুয়ারি ২০২৬ বেলা ১টা ঢাকা ক্যাপিটালস - নোয়াখালী এক্সপ্রেস ঢাকা
২৬ ১৫ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা চট্টগ্রাম রয়্যালস - সিলেট টাইটানস ঢাকা
২৭ ১৬ জানুয়ারি ২০২৬ বেলা ২টা নোয়াখালী এক্সপ্রেস - রাজশাহী ওয়ারিয়র্স ঢাকা
২৮ ১৬ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টা ঢাকা ক্যাপিটালস - সিলেট টাইটানস ঢাকা
২৯ ১৭ জানুয়ারি ২০২৬ বেলা ১টা রাজশাহী ওয়ারিয়র্স - চট্টগ্রাম রয়্যালস ঢাকা
৩০ ১৭ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা নোয়াখালী এক্সপ্রেস - রংপুর রাইডার্স ঢাকা
৩১ ১৯ জানুয়ারি ২০২৬ বেলা ১টা এলিমিনেটর ঢাকা
৩২ ১৯ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা প্রথম কোয়ালিফায়ার ঢাকা
৩৩ ২১ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা দ্বিতীয় কোয়ালিফায়ার ঢাকা
৩৪ ২৩ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টা ফাইনাল ঢাকা