বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেল রংপুর রাইডার্স। ফাহিম আশরাফের ৫ উইকেটে প্রথমে ব্যাটিং করা চট্টগ্রাম রয়্যালসকে মাত্র ১০২ রানেই গুটিয়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। পরে লিটন দাস ও ডেভিড মালানের দাপুটে ব্যাটিংয়ে ৭ উইকেট ও ৩০ বল হাতে রেখে সহজ জয় পায় রংপুর। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লিটন ও মালানের ব্যাটিংয়ে ১০ উইকেটে জয়ের পথে ছিল রংপুর। ওপেনিংয়ে ৯১ রানের জুটি গড়েন এই দুজন। তবে জয়ের আগমুহূর্তে ৩ উইকেট হারায় ফ্র্যাঞ্চাইজিটি। ৯১ রানে লিটনের বিদায়ের পর ৯৪ রানে মাঝে তাওহিদ হৃদয়কে হারায় তারা।
আর জয় থেকে ২ রান দূরে থাকতে উইকেট বিলিয়ে আসেন মালান। তবে আউট হওয়ার আগে কাজের কাজটি করে দেন তারা। ৪৮ বলে ৫১ রান করে আউট হন মালান। ৫টি চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকান তিনি। সেই তুলনায় কিছুটা আগ্রাসী ছিলেন লিটন। ৩১ বলে ৪৭ রান করার পথে ৪টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকান তিনি। ৩ বলে ১ রান করে আউট হন হৃদয়। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ হৃদয় ও খুশদিল শাহ। এর আগে প্রথমে ব্যাট করে ১৭.৫ ওভারে মাত্র ১০২ রান গুটিয়ে যায় চট্টগ্রাম। দলের পক্ষে ২০ বলে ৭ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার নাঈম শেখ। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। নাহিদ রানার করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই সাজঘরে ফেরেন দলটির ওপেনার অ্যাডাম রিসিংটন। ২ বলে ১ করেন এই ইংলিশ উইকেটকিপার ব্যাটার। এরপর আগের ম্যাচের নায়ক মির্জা বেগকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়েন আরেক ওপেনার নাঈম শেখ। কিন্তু পঞ্চম ওভারে ২০ বলে ৩৯ রান করা নাঈমকে স্লোয়ার বলে বোল্ড করে সাজঘরে পাঠান মুস্তাফিজুর রহমান। এরপর মির্জা বেগ ২০ ও আবু হায়দার রনির ১৩ রান ছাড়া চট্টগ্রামের আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মাহমুদুল হাসান জয় ০, মাহফিজুল ইসলাম ১, মাসুদ গুরবাজ ৯, শেখ মেহেদী হাসান ১, তানভীর ইসলাম ৬ ও শরিফুল ইসলাম ৬ রান করেন। বল হাতে ৩.৫ ওভারে ১৭ রানে ৫ উইকেট নেন ফাহিম। এ ছাড়া মুস্তাফিজুর রহমান দুটি এবং নাহিদ রানা, আলিস ইসলাম ও সুফিয়ান মুকিম নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম রয়্যালস: ১৭.৫ ওভারে ১০২ (নাঈম ৩৯, রসিংটন ১, মির্জা ২০, জয় ০, মাহফিজুল ১, গুরবাজ ৯, শেখ মেহেদি ১, আবু হায়দার ১৩, তানভির ৬, শরিফুল ৬, মুকিদুল ১*; নাহিদ ৩-০-৩৩-১, ফাহিম ৩.৫-০-১৭-৫, আলিস ৩-০-১৭-১, মুস্তাফিজ ৩-০-১৯-২, মুকিম ৪-০-১২-১, খুশদিল ১-০-৩-০)।
রংপুর রাইডার্স: ১৫ ওভারে ১০৭/৩ (মালান ৫১, লিটন ৪৭, হৃদয় ১, মাহমুদউল্লাহ ১*, খুশদিল ৬*; শরিফুল ২-০-১৬-০, শেখ মেহেদি ৪-০-২৭-০, তানভির ৪-০-২৭-০, মির্জা ১-০-২-০, জয় ২-০-৩০-১, মুকিদুল ২-০-৫-২)।
ফল: রংপুর রাইডার্স ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: ফাহিম আশরাফ।