বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তান স্কোয়াডে রাখা হয়নি তিন তারকা ক্রিকেটার বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। দলে জায়গা পেয়েছেন এক বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়া সাহিবজাদা ফারহান। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করা সাইম আইয়ুব এ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। আগামী ২৫ই মে ফাইনালের মাধ্যমে শেষ হবে পিএসএলের (পাকিস্তান সুপার লীগ) ১০তম আসর। এরপরই বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজটি হবার কথা রয়েছে।

১৬ সদস্যের পাকিস্তান স্কোয়াড : সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফখর জামান,মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান ।