নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রেভসের ডাবল-সেঞ্চুরি ও কেমার রোচের ব্যাটিং নৈপুন্যে ড্র করে দলটি। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ৫৩১ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে অধিনায়ক শাই হোপের লড়াকু সেঞ্চুরিতে চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ২১২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে টেস্ট জয়ের জন্য ম্যাচের পঞ্চম ও শেষ দিন ৬ উইকেট হাতে নিয়ে আরও ৩১৯ রান দরকার ছিল ক্যারিবীয়দের।

ক্রাইস্টচার্চে টেস্টের পঞ্চম দিন প্রথম ব্যাটার হিসেবে নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফির বলে আউট ১১৬ রান নিয়ে খেলতে নামা হোপ। ১৫টি চার ও ২টি ছক্কায় ২৩৪ বলে ১৪০ রান করেন তিনি। ৭২ রানে চতুর্থ উইকেট পতনের পর গ্রেভসের সাথে ৩৮৪ বলে ১৯৬ রানের জুটি গড়েন হোপ।