অভিষেকেই ওয়ানডের দ্রুততম ফিফটির রেকর্ড! আজ নিউজিল্যান্ডের হয়ে মাত্র ২৪ বলে ফিফটি করে এই রেকর্ড গড়েন মুহাম্মদ আব্বাস। সেই রেকর্ডটি এসেছে আব্বাসের জন্ম পাকিস্তানের বিপক্ষে। তাঁর বাবা আজহার আব্বাস পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন এবং দেশটির হয়ে খেলার স্বপ্নও দেখেছিলেন! আব্বাসের পরিবারের দুই প্রজন্মের স্বপ্নই একটি ক্রিকেট।
আজহার আব্বাস ক্রিকেট একটু বেশি ভালোবাসতেন বলেই তো নিউজিল্যান্ডে পাড়ি জমানোর পরও ক্রিকেট ছাড়েননি। খেলেছেন ওয়েলিংটন ও অকল্যান্ডের হয়েও। বর্তমানে ওয়েলিংটনে সহকারী কোচের দায়িত্ব পালন করছেন সাবেক এই পেসার।
ক্রিকেটটা তাই এই পরিবারের জন্য একটি বেশিই বিশেষ। উচ্ছ্বসিত, খুব খুশি, কিন্তু একই সঙ্গে অবাকও। ও ভালো খেলোয়াড়, তবে ঘরোয়া ক্রিকেট আরও অনেক ভালো খেলোয়াড় আছে।