বাংলাদেশের কাছে টানা দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। এমন লজ্জাজনক পারফরম্যান্সে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। নিজের ইউটিউব চ্যানেলে এক বিশ্লেষণমূলক আলোচনায় বাসিত বলেন, ‘শুধু লিগে ভালো খেললেই কাউকে হিরো বানানো যায় না। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে বাস্তবতা, ধারাবাহিকতা ও চাপ সামলানোর অভিজ্ঞতা থাকতে হয়।’ বিশেষ করে মোহাম্মদ নওয়াজ ও হারিসের পারফরম্যান্সে হতাশ তিনি। আধা অলরাউন্ডারদের দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য সম্ভব নয় বলে মন্তব্য করেন বাসিত। বলেন, ‘আধা বোলিং আর আধা ব্যাটিং দিয়ে আন্তর্জাতিক ম্যাচ জেতা যায় না। সাতজন বোলার খেলিয়ে যে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, এটা কী এশিয়া কাপ না বিশ্বকাপ?’ পিএসএল নির্ভর দল নির্বাচনের কঠোর সমালোচনাও করেছেন তিনি। ‘নওয়াজ-হারিসরা পিএসএলে কী করেছে? নিজের পছন্দের খেলোয়াড় দেখে দলে নেয়া হচ্ছে। এখন যখন ব্যর্থ হচ্ছে, কেউ কিছু বলছে না। অথচ জাতীয় দলের মানদ- হওয়া উচিত সাম্প্রতিক ফর্ম, পরিস্থিতি ও অভিজ্ঞতা,’Ñবলেছেন সাবেক এই ব্যাটার। এখানেই থামেননি বাসিত। সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই (পিসিবি) কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ‘যারা ক্রিকেটের কিছুই বোঝে না, তারাই এসে জাতীয় দলে জায়গা করে নিচ্ছে। কোনো ট্যালেন্ট উঠে আসছে না। আগে যারা ছিল, যেমন শাহীন, শাদাব, হাসনাইনÑওরা অন্তত আমাদের সময় উঠে এসেছে। এখন যারা সুযোগ পাচ্ছে, তারা নিজেদের প্রমাণই করতে পারছে না।’ বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন আফ্রিদির অনুপস্থিতিও বড় কারণ হিসেবে দেখছেন বাসিত। তিনি বলেন, ‘আমি বারবার বলেছি, আবারও বলছিÑবাবর, রিজওয়ান, শাহীনকে বাদ দিয়ে আপনি দল গঠন করতে পারেন না। এশিয়ার কন্ডিশনে খেলতে হলে এমন খেলোয়াড়দের প্রয়োজন। অথচ এখন তাদের ওয়ানডে দল থেকেও বাদ দিতে চাইছে!’ এই তিনজনের প্রতি আস্থা রেখে তিনি বলেন, ‘আল্লাহ না চাইলে কেউ দলে ফিরবে না কিন্তু যখন চাইবেন তখন পুরো দুনিয়া চাইলেও আটকাতে পারবে না।’ দলের পারফরম্যান্স নিয়ে তীব্র হতাশা প্রকাশ করে বলেন, ‘এই দল জানে না কখন কীভাবে খেলতে হয়। ইন্টারনেট
ক্রিকেট
পাকিস্তানের সিরিজ হারের দায় বোর্ড ও ক্রিকেটারদের-বাসিত আলী
বাংলাদেশের কাছে টানা দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। এমন লজ্জাজনক পারফরম্যান্সে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।