মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রীতিমতো উৎসবে মেতেছে বোলাররা। অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট মাঠে গড়াতেই প্রথম দিনে পতন হয়েছে ২০ উইকেট। প্রতিপক্ষ পেসারদের গতিতে দিশেহারা ব্যাটাররা যেন একের পর এক গিরিখাতে পড়েছেন। বোলারদের এই দ্বিমুখী লড়াইয়ের মাঝেও ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে অবস্থানে রয়েছে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়া। দিন শেষে তাদের লিড ৪৬ রান। অ্যাশেজের পার্থ টেস্টে ১০০ বছরে প্রথমবার একদিনে ১৯ উইকেট পড়েছিল। গতকাল সেটিকেও ছাড়িয়ে গেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এর আগে ১৮৯৪-৯৫ অ্যাশেজে সর্বশেষ ২০ উইকেট পতনের নজির দেখা গিয়েছিল। ১৩০ বছর পর একই কীর্তি দেখা গেল পুনরায়। গতকাল প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে ১৫২ রানে গুটিয়ে দিয়ে, নিজেদের ইনিংসে ১১০ রানে অলআউট হয়েছে সফরকারী ইংল্যান্ড। ফলে প্রথম ইনিংস থেকে ৪২ রানের লিড পায় অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে বিনা উইকেটে ৪ রান করেছে অসিরা।

এতে ১০ উইকেট হাতে নিয়ে ৪৬ রানে এগিয়ে স্বাগতিকরা। গত ৭৪ বছরে ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এক দিনে এই প্রথমবার ২০ উইকেটের পতন হলো। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে রেকর্ড ৯৪ হাজার ১৯৯ জন দর্শকের সামনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সপ্তম ওভারে দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১২ রানে আউট হন ওপেনার ট্রাভিস হেড। এরপর ইংল্যান্ড পেসার জশ টাং তোপে দ্রুত ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৫১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। মিডল অর্ডারে জুটি গড়ার চেষ্টা করেন উসমান খাজা ও অ্যালেক্স ক্যারি। ৩৮ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। খাজা ২৯ ও ক্যারি ২০ রান করেন। ৯১ রানে ষষ্ঠ উইকেট পতনের পর অস্ট্রেলিয়াকে হাফ-সেঞ্চুরির জুটি এনে দেন ক্যামেরন গ্রিন ও মাইকেল নেসার। তাদের ৫২ রানের জুটিতে দেড়শ কাছে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। তবে ৯ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারিয়ে ৪৫ দশমিক ২ ওভারে ১৫২ রানে অলআউট হয় অসিরা। নেসার সর্বোচ্চ ৩৫ রান করেন। ইংল্যান্ডের টাং ৪৫ রানে ৫ উইকেট নেন। নিজেদের ইনিংস শুরু করে অস্ট্রেলিয়ার দুই পেসার মিচেল স্টার্ক ও নেসারের তোপের মুখে পড়ে ১৬ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড।

স্টার্ক ও নেসার ২টি করে উইকেট নেন। পঞ্চম উইকেটে ৫৩ বলে ৫০ রানের জুটিতে উইকেট পতন ঠেকান হ্যারি ব্রুক ও অধিনায়ক বেন স্টোকস। ব্রুক সর্বোচ্চ ৪১ ও স্টোকস ১৯ রানে আউট হওয়ার পর বেশি দূর যেতে পারেনি ইংল্যান্ড। ২৯ দশমিক ৫ ওভার ব্যাট করে ১১০ রানে অলআউট হয় তারা। অস্ট্রেলিয়ার নেসার ৪টি, স্কট বোল্যান্ড ৩টি ও স্টার্ক ২টি উইকেট নেন। ৪২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ১ ওভারে বিনা উইকেটে ৪ রান করেছে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৫.২ ওভারে ১৫২ (হেড ১২, ওয়েদেরল্ড ১০, লাবুশেন ৬, স্মিথ ৯, খাওয়াজা ২৯, কেয়ারি ২০, গ্রিন ১৭, নিসার ৩৫, স্টার্ক ১, রিচার্ডসন ০*, বোল্যান্ড ০; অ্যাটকিনসন ১৪-৪-২৮-২, কার্স ১২-৩-৪২-১, টং ১১.২-২-৪৫-৫, স্টোকস ৮-১-২৫-১)

ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯.৫ ওভারে ১১০ (ক্রলি ৫, ডাকেট ২, বেথেল ১, রুট ০, ব্রুক ৪১, স্টোকস ১৬, স্মিথ ২, জ্যাকস ৫, অ্যাটকিনসন ২৮, কার্স ৪, টং ১*; স্টার্ক ৬-০-২৩-২, নিসার ১০-১-৪৫-৪, বোল্যান্ড ৯-১-৩০-৩, রিচার্ডসন ৪-১-৮-০, গ্রিন ০.৫-০-০-১)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ১ ওভারে ৪/০ (বোল্যান্ড ৪*, হেড ০*; অ্যাটকিনসন ১-০-৪-০)