রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়েছে। ৩০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রানে থামে। পাকিস্তানের জন্য জয় তখন কেবল সময়ের ব্যাপার ছিল, তবে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং শেষ ওভারে মাহিশ থিকশানা কিছুটা উত্তেজনা তৈরি করেছিলেন। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে পাকিস্তান ১–০ ব্যবধানে এগিয়ে গেল।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন হাসারাঙ্গা। দলের অন্যান্য গুরুত্বপূর্ণ অবদান আসে সামারাবিক্রমা (৩৯) ও আসালাঙ্কা (৩২) থেকে। পাকিস্তানের হয়ে হারিস রউফ ৬১ রানে ৪ উইকেট নেন, এছাড়া নাসিম শাহ ও ফাহিম আশরাফ দুইটি করে উইকেট নেন।
আগে ব্যাট করে পাকিস্তান ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯৯ রান করে। সালমান আঘার ১০৫* রানে অপরাজিত থাকেন, তালাত ৬২ এবং মোহাম্মদ নাওয়াজ ৩৬* রানে ইনিংস শেষ করেন।
সংক্ষিপ্ত স্কোর:
- পাকিস্তান: ২৯৯/৫ (৫০ ওভার) (সালমান ১০৫*, তালাত ৬২, নাওয়াজ ৩৬*, ফখর ৩২; হাসারাঙ্গা ৩/৫৪, আসিতা ১/৪২, তিকশানা ১/৬৪)
- শ্রীলঙ্কা: ২৯৩/৯ (৫০ ওভার) (হাসারাঙ্গা ৫৯, সামারাবিক্রমা ৩৯, মিশারা ৩৮, আসালাঙ্কা ৩২; রউফ ৪/৬১, আশরাফ ২/৪৯, নাসিম ২/৫৫)
ফল: পাকিস্তান ৬ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সালমান আঘার
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ১–০ তে এগিয়ে।
শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একই মাঠে ১৩ নভেম্বর মুখোমুখি হবে।