আইসিসি এলিট প্যানেল আম্পায়ারের তালিকা থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। তরুণদের জায়গা করে দেয়ার লক্ষ্যে তাদের সরিয়ে দেয়া হয়েছে।তাদের জায়গায় ঢুকেছেন দক্ষিণ আফ্রিকার আলাহুদিন পালেকার ও ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। পালেকার ৪ টেস্ট, ২৩ ওয়ানডে ও ৬৭টি টি-টোয়েন্টি এবং ওয়ার্ফ ৭ টেস্ট, ৩৩ ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এলিট প্যানেলে মনোনিত হওয়া আম্পায়ারদের অভিনন্দন জানিয়েছেন। একইসাথে বিদায়ী আম্পায়ার গফ এবং উইলসনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে আল্লাহুদিন এবং অ্যালেক্স উভয়রই শীর্ষ স্থরে ধারাবাহিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয মেজাজ, অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে। আইসিসির পক্ষ থেকে, আমি তাদের আগামী মৌসুমের জন্য এবং ভবিষ্যতের জন্য সর্বোত্তম শুভেচ্ছা জানাই। আমরা জোয়েল এবং মাইকেলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।’
ক্রিকেট
আইসিসি এলিট প্যানেলে দুই নতুন মুখ ॥ গফ-উইলসন বাদ
আইসিসি এলিট প্যানেল আম্পায়ারের তালিকা থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন।