শততম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে আগেই রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। এবার দ্বিতীয় ইনিংসে ফিফটি করে তিনি নাম লেখালেন এক অনন্য বিশ্ব রেকর্ডে। বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি ও ফিফটি করার বিরল কীর্তি গড়লেন মুশফিক। এতদিন এই কীর্তি এককভাবে ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের দখলে। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শততম টেস্ট খেলতে নেমে রিকি পন্টিং প্রথম ইনিংসে ১২০ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৪৩ রান করেছিলেন। তিনিই শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার। শততম টেস্টে মুশফিকুর রহিমের সামনে সুযোগ ছিলো আরও এক বড় মাইলফলক ছোঁয়ার। রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টের উভয় ইনিংসেই শতরানকারি দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে থাকতে পারতেন মুশফিক ইতিহাসের পাতায়। কিন্তু শেষ পর্যন্ত তার কোনটাই হলোনা। প্রায় ১৯ বছর পর মুশফিক সেই পন্টিংয়ের পাশে বসলেন। যদিও তিনি দুই ইনিংসে সেঞ্চুরি করার সুযোগ পাননি। কারণ তিনি ৫৩ রানে অপরাজিত থাকতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণা করে দেন। মুশফিক প্রথম ইনিংসে করেছিলেন ১০৬ রান এবং দ্বিতীয় ইনিংসে তিনি করেন অপরাজিত ৫৩ রান। সব মিলিয়ে শততম টেস্টে অন্তত এক ইনিংসে সেঞ্চুরি করা ব্যাটারের সংখ্যা এখন ১১ জন। এদের মধ্যে মুশফিকসহ মাত্র চারজন ব্যাটার দুই ইনিংসেই ব্যাট করার সুযোগ পেয়েছেন।
এই চারজনের মধ্যে পন্টিং ছাড়া ইনজামাম উল হক দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত ৩১ রান এবং জো রুট দ্বিতীয় ইনিংসে করেন ৪০ রান। শততম টেস্টে সেঞ্চুরি করা বাকি সাত ব্যাটার কলিন কাউড্রি, জাভেদ মিঁয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা ও ডেভিড ওয়ার্নারÑদ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সুযোগ পাননি।