গ্লোবাল সুপার লীগে জয়ের জন্য শেষ ২ ওভারে হোবার্ট হারিকেন্সের দরকার পড়ে ২২ রান। শেষ ওভারে তা কমে দাঁড়ায় ১৩ রানে। টি-টোয়েন্টিতে এই লক্ষ্য তেমন কঠিন কিছু নয়। তবে সেই কাজের কাজটা করে দেখিয়েছেন রংপুর বোলার আজমতউল্লাহ ওমরজাই। ১ রানে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের দলটি। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে রংপুর। রান তাড়ায় ইনিংসের শেষ বলে ১৫০ রানে শেষ উইকেটটি হারায় বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৬ রানের খরচে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা খালেদ আহমেদ। প্রথম ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষেও ৩৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এই টাইগার বোলার।