DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

মিরপুর স্টেডিয়ামে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ডের দুই সদস্যের প্রতিনিধি দল। গতকাল মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করেন এই প্রতিনিধি দলটি। সকালে তাদের সবকিছু ঘুরিয়ে দেখান ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস।

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
newzeland

বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ডের দুই সদস্যের প্রতিনিধি দল। গতকাল মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করেন এই প্রতিনিধি দলটি। সকালে তাদের সবকিছু ঘুরিয়ে দেখান ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। গত বছরের সেপ্টেম্বরে স্থগিত হওয়া দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ওয়ানডে ম্যাচ আয়োজন করতে প্রস্তুত বিসিবি।

এদিকে ঠিক কখন সিরিজ অনুষ্ঠিত হবে তা নিয়ে নিশ্চিত কোনো তারিখ পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে মে মাসে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর হতে পারে। সেই সফরে ওয়ানডে এবং চারদিনের টেস্টের সিরিজ থাকছে। গত বছরের শেষদিকে নিউজিল্যান্ড ‘এ’ দল সফর করার কথা ছিল বাংলাদেশে। কিন্ত তখন রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দেশের পরিস্থিতির অবনতি হয়। যে কারণে তখন সিরিজটি স্থগিত করা হয়। তবে ফের সেটি অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করছে বিসিবি। তারই অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছে এই দলটি।