আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয সর্বোচ্চ বযসী খেলোযাড হিসেবে অভিষেকের নজির গড়েছেন পর্তুগিজ নারী ক্রিকেটার জোয়ানা চাইল্ড। গত ৭ এপ্রিল পর্তুগালের হয়ে নরওয়ের বিপক্ষে ম্যাচে এই রেকর্ড গড়েন জোয়ানা। মাঠে নামার সময় জোয়ানার বয়স ছিল ৬৪ বছর ১৮১ দিন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অ্যান্ড্রু ব্রাউনলি (৬২ বছর ১৪৫ দিন) এবং কেম্যান দ্বীপপুঞ্জের ম্যালি মুরকে (৬২ বছর ২৫ দিন) পেছনে ফেলে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হওয়ার তালিকায় এখন দ্বিতীয স্থানে রয়েছেন জোয়ানা। তার আগে রয়েছেন জিব্রাল্টারের স্যালি বার্টন। যার অভিষেক হয়েছিল ৬৬ বছর ৩৩৪ দিনে। অভিষেক ম্যাচে জোয়ানার পারফরম্যান্স ছিল খারাপÍ মাত্র ২ রান করে আউট হলেও ১১০ রানের টার্গেট ডিফেন্ড করে জয় পায় পর্তুগাল। জোয়ানাকে দ্বিতীয ও তৃতীয় ম্যাচেও একাদেশে রাখা হয়। সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি চাইল্ড। বল করতে নেমে চার বলে ১১ রান দেন। সিরিজের শেষ ম্যাচে ব্যাট ও বল কোনোটাই করার সুযোগ পাননি জোয়ানা। তার দল ২-১ ব্যবধানে সিরিজ জেতে।