নারী ওয়ানডে বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করেছে টাইগ্রেসরা। ভারতের গৌহাটিতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। গত বৃহস্পতিবার শ্রীলংকার কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় টাইগ্রেসরা। বোলারদের দুর্দান্ত নৈপুন্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের পেসার মারুফা আকতারের তোপের মুখে পড়ে পাকিস্তান। প্রথম ওভারের শেষ দুই বলে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন মারুফা। দুর্দান্ত ইনসুইঙ্গারে পরপর দুই বলে পাকিস্তানের দুই ব্যাটার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করেন মারুফা। শেষ পর্যন্ত ৩১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। পরবর্তীতে বাংলাদেশের পাঁচ স্পিনারের ঘূর্ণিতে ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান। স্বর্ণা আকতার ৫ রানে ৩টি, নাহিদা আকতার ১৯ রানে ২টি এবং নিশিতা আকতার-ফাহিমা খাতুন ও রাবেয়া খান ১টি করে উইকেট শিকার করেন। ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৭ বলে ২ রান করে সাজঘরে ফিরেন ওপেনার ফারজানা হক। তবে অভিষেক ওয়ানডেতে খেলতে নেমে নজর কেড়েছেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। দেশের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলা ঝিলিক অনবদ্য হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। এতে ১১৩ বল বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ৮টি চারে ৭৭ বলে ৫৪ রান করেন ঝিলিক। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় স্বাভাবিকভাবে চাঙ্গা রয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। ভালভাবে টুর্নামেন্ট শুরু করলে আত্মবিশ্বাস বেড়ে যায়। যা টুর্নামেন্টের বাকি অংশে ভাল করতে দলকে উজ্জীবিত করে।’ বাংলাদেশের মত দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ডও। গৌহাটিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় ইংলিশরা। প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ৬৯ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ডের বোলাররা। ৭০ রানের টার্গেট ৮৫ বল খরচ করে স্পর্শ করে ফেলে ইংল্যান্ড।
ক্রিকেট
বাংলাদেশ নারী দলের প্রতিপক্ষ আজ ইংল্যান্ড
নারী ওয়ানডে বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করেছে টাইগ্রেসরা। ভারতের গৌহাটিতে বাংলাদেশ