স্পোটস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি ওয়ানডে খেললেন ম্যাথু ব্রিটস্কি। তাঁর সৌজন্যে রেকর্ডের পাতা ওল্টাতে হয়েছে দুইবারই। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত শতরানে গড়েছিলেন অভিষেকে কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের কীর্তি। ছন্দটা ধরে রেখে পাকিস্তানের বিপক্ষে তিনি করেছেন ৮৩ রানের ঝলমলে হাফসেঞ্চুরি। তাতে ওয়ানডেতে নিজের প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করা প্রথম ব্যাটার বনে গেছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। কিন্তু এবারও হারা দলে ব্রিটস্কি। সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রোটিয়াদের ৩৫২ রান তাড়া করেও ৬ উইকেটের অসাধারণ জয় তুলে নিয়েছে পাকিস্তান। এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের টিকিটও পেয়েছে স্বাগতিকরা। ১৩৪ রানের অসাধারণ সেঞ্চুরি করেন সালমান। আর ১২২ রানের অপরাজিত সেঞ্চুরিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান। ১৭ রানের জন্য সেঞ্চুরি পাননি ব্রিটস্কি। তিন অঙ্কের স্কোর গড়তে না পারার আক্ষেপে পুড়েছেন তাঁর অন্য দুই সতীর্থ অধিনায়ক টেম্বা বাভুমা ও হেইরিক ক্লাসেনও। বাভুমা ফেরেন ৮২ রানে আর ক্লাসেনের ৫৬ বলে খেলা বিধ্বংসী ইনিংসটা থেমেছে ৮৭ রানে। এই ত্রয়ী সেঞ্চুরিবঞ্চিত হলেও তাঁদের আশি ছাড়ানো তিনটি ইনিংসে সাড়ে তিন শ ছাড়ায় প্রোটিয়ারা। বিশাল রান তাড়ায় শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকে পাকিস্তানও। ৫.২ ওভারে পঞ্চাশ আর ১২.৩ ওভারে তাদের স্কোর ছুঁয়েছে এক শ’। সালমান ও রিজওয়ানের দৃঢতায় ৩ উইকেটে ৩১.২ ওভার দুই শ’ হয়েছে স্বাগতিকদের স্কোর। রানের চাকা সচল রেখে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান।
ক্রিকেট
ত্রিদেশীয় সিরিজ ফাইনালে পাকিস্তান
দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি ওয়ানডে খেললেন ম্যাথু ব্রিটস্কি। তাঁর সৌজন্যে রেকর্ডের পাতা ওল্টাতে হয়েছে দুইবারই।