নিউজিল্যান্ডের কাছে শেষ ওয়ানডে হেরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এর আগে ওয়ানডেতে ইংল্যান্ডকে একবারই হোয়াইটওয়াশ করেছিল নিউজিল্যান্ড ৪১ বছর আগে ১৯৮৪ সালে। গতকাল তারা হেরে গেছে ২ উইকেটে। ওয়েলিংটনে শনিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪০.২ ওভারে মাত্র ২২২ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। কিউই পেসারদের তোপের মুখে ধসে পড়ে তাদের টপ অর্ডার। জেমি স্মিথ (৫), বেন ডাকেট (৮), জো রুট (২), অধিনায়ক হ্যারি ব্রুক (৬) দ্রুত আউট হলে ৩১ রানে পড়ে ৪ উইকেট। পঞ্চম ব্যাটার জ্যাকব বেথেল (১১) দুই অংকে যেতে পারলেও টিকতে পারেননি। ৪৪ রানে নেই ৫ উইকেট।
মিডল অর্ডারে জস বাটলারের ৩৮ রানের প্রতিরোধে ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে শুরু করে। লোয়ার মিডল অর্ডারে জেমি ওভারটন খেলেন ৬২ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস। ডানহাতি পেসার ব্রাইডন কার্সও কম যাননি, করেন ৩০ বলে ৩৬ রান। জোফরা আর্চারের ১৩ বলে ১৬ রানও ছিল মহাগুরুত্বপূর্ণ। কিউদের হয়ে টিকনার ৬৪ রানে নিয়েছেন ৪ উইকেট, জ্যাকব ডাফি নিয়েছেন ৫৬ রানে ৩টি। এছাড়া ২ উইকেট নেন জ্যাক ফোকস।রান তাড়ায় নেমে কিউইদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ডেভন কনওয়ে (৩৪) এবং রাচিন রবীন্দ্র (৪৬) উপহার দেন ৭৮ রানের উদ্বোধনী জুটি। ড্যারি মিচেল করেন ৪৪ রান। কিন্তু এরপরই হুট করে পথ হারায় কিউইদের ব্যাটিং। টপাটপ উইকেট হারিয়ে একটা সময় পরাজয়ের শঙ্কাও জাগে। দলীয় ১৯৬ রানে পড়ে যায ৮ উইকেট। তবে দুই বোলার জ্যাক ফোকস (১৪*) এবং ম্যাচসেরা ব্লায়ার টিকনার (১৮*) ৩২ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।