আইসিসির সেপ্টেম্বর মাসের পুরুষ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অভিষেক শর্মা। নারী বিভাগে এই পুরস্কার জিতেছেন ভারতেরই স্মৃতি মান্ধানা। অভিষেক শর্মা এশিয়া কাপে ও মান্ধানা অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত পারফর্ম করে এই পুরস্কার জেতেন। অভিষেক এশিয়া কাপের সাত ম্যাচে ৪৪.৮৫ গড়ে এবং ২০০ স্ট্রাইক-রেটে ৩১৪ রান সংগ্রহ করেছেন। এশিয়া কাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ২৫ বছর বয়সী এই খেলোয়াড় টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্টও অর্জন করেছেন। তিনি সতীর্থ কুলদীপ যাদব এবং জিম্বাবুয়ের ব্রায়ান বেনেটকে পেছনে ফেলে জয়লাভ করেছেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে ভারতের মান্ধানা অসাধারণ ছিলেন। তিন ম্যাচে যথাক্রমে ৫৮, ১১৭ এবং ১২৫ রান করেছিলেন এই টপ অর্ডার ব্যাটার। ভারতীয় নারী দলের সহ-অধিনায়ক মান্ধানা অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও করেন। মাত্র ৫০ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস এবং পাকিস্তানের সিদ্রা আমিন এই পুরস্কারের দৌড়ে ছিলেন।
ক্রিকেট
আইসিসির মাসসেরা ভারতের অভিষেক ও মান্ধানা
আইসিসির সেপ্টেম্বর মাসের পুরুষ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অভিষেক শর্মা।
Printed Edition