তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ইয়ং টেরিপাস ক্লাব। গতকাল ফাইনালে দিলকুশা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে টেরিপাস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিলকুশাকে ৪১ রানের ব্যবধানে হারায় টেরিপাস। ম্যাচশেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ শিরোপা তুলে দেন ক্রিকেটারদের হাতে। এই প্রতিযোগিতাটি দেশের ক্রিকেটে নতুন প্রতিভা খুঁজে বের করার দারুণ অবলম্বন হবে বলে মনে করেন বিসিবি সভাপতি। ২০১৪-১৫ মৌসুমে সবশেষ আয়োজন হয়েছিল তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট প্রতিযোগিতা। এতোদিন পর ৬০টি ক্লাবের অংশগ্রহণে গত ১০ মার্চ ফের শুরু হয় এ লিগ। ৬টি মাঠে ১২টি গ্রুপে ভাগ হয়ে লিগ পর্যায়ে শেষ করে সুপার লিগ খেলে ১২টি দল। সুপার লিগেও দুই গ্রুপে ভাগ করে খেলানো হয় ক্লাবগুলোকে। ওই দুই গ্রুপের সেরা দল মুখোমুখি হয় ফাইনালে। গতকাল আগে ব্যাট করে ইয়ং টেরিপাস ৫ উইকেটে ২৪২ রান সংগ্রহ করে। ক্লাবটির উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ রোয়েল খেলেন ৯৭ রানের ম্যাচ জেতানো ইনিংস। ১২৯ বলের ইনিংসটিতে ছিল ১০টি চার। এছাড়া কুড়ির ঘরে রান করেন আরও পাঁচ ব্যাটসম্যান। জবাবে ২০১ রানেই গুটিয়ে যায় দিলকুশার ইনিংস। ৩টি উইকেট শিকার করেন দাউদ আহমেদ সাজিদ। দিলকুশার মোহাম্মদ আসিফ ৬৭ ও জয়ন্ত সরকার ৪১ রান করেন। প্রতিযোগিতায় ১০ ইনিংসে ৪৪২ রান করে সর্বোচ্চ সংগ্রাহক হয়েছেন রোয়েল। দুইয়ে থাকা মিরপুর ডায়নামাইটসের সানি দাস ৮ ইনিংসে করেন ৪৩৯ রান। আর মগবাজার ই্য়ুথ ক্লাবের শহিদ ৯ ইনিংসে সর্বোচ্চ ২৫টি উইকেট শিকার করেন।