ঐতিহ্যবাহী অ্যাশেজের প্রথম দিনেই ধস দুই দলের ব্যাটিংয়ে। এক দিনেই পতন হলো ১৯টি উইকেট। যা অ্যাশেজের গত ১০০ বছরে প্রথম দিনে যা সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ড। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসের শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে। কামিন্স-হ্যাজলউডকে ছাড়াই আক্রমণে নেতৃত্ব দিতে নেমে মিচেল স্টার্ক যেন একাই গুঁড়িয়ে দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ইংলিশ ব্যাটিং অর্ডার। বিধ্বংসী স্পেলে একাই শিকার করেন ৭ উইকেট। তাতে মাত্র ৩২.৫ ওভারে ১৭২ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অ্যাশেজে এক ইনিংসে এর চেয়ে কম ওভার ইংল্যান্ড খেলেছে মাত্র একবারই, সেটিও ১৮৮৭ সালে। অল্প রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতে পাল্টা আক্রমণ ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার ইনিংসের মাত্র দ্বিতীয় বলেই জোফরা আর্চার ডেবিউ করা ওয়েদারাল্ডকে শূন্য রানে সাজঘরে পাঠান। সেই যে শুরু। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাকি কাজটা সারলেন অধিনায়ক বেন স্টোকস। তার ঝুলিতে গেল ৫ উইকেট। প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান। ৪৯ রানে পিছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবে তারা। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার রোমাঞ্চকর এই লড়াইয়ের প্রতিটি মুহূর্তই ক্রিকেটভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এবারের অ্যশেজের প্রথম দিনেই মাঠের লড়াইয়ে রোমাঞ্চকর দ্বৈরথের বার্তা দিয়ে রাখল দুই দলই। গতকাল প্রথম টেস্টে পার্থে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় ইংল্যান্ড। প্রথম ওভারেই ধাক্কা দেন মিচেল স্টার্ক। ফেরান ইংলিশ ওপেনার জ্যাক ক্রলিকে। এরপর বেন ডাকেটকে শিকার বানালেন স্টার্ক। তারপর জো রুট তার শিকার হন। ৭ বলে ডাক মারেন তিনি। আর ইংল্যান্ডের এই ব্যাটারের উইকেট নিয়ে অ্যাশেজে শততম উইকেট নেওয়ার মাইলফলকে পৌঁছান স্টার্ক। এই কীর্তি তিনি গড়েন ১৩তম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে। এ তালিকায় আছেন শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, ডেনিস লিলির মতো লিজেন্ডরা। লাঞ্চের আগে স্টার্ক ফেরান বেন স্টোকসকেও (৬)। দ্বিতীয় সেশনে গাস অ্যাটকিনসনকে নিজের পঞ্চম শিকার বানান তিনি। ৩৩তম ওভারে টানা দুই বলে জেমি স্মিথ ও মার্ক উডকে ফেরান স্টার্ক। ৩২.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। সফরকারী ইংল্যান্ডকে ১৭২ রানে আটকে দিয়ে বেশ স্বস্তি নিয়েই নিজেদের প্রথম ইনিংস শুরু করেছিল অস্ট্রেলিয়া। যদিও স্বাগতিকদের খুব বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেননি আর্চার-স্টোকসরা। ইংলিশ পেসারদের তোপে ১২৩ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। পার্থে এদিন ওপেনিংয়ে নামতে পারেননি উসমান খাজা। এদিন মার্নাস ল্যাবুশেনের সঙ্গে ওপেনিংয়ে আসেন অভিষিক্ত জ্যাক ওয়েদারাল্ড। অবশ্য এই জুটিকে থিতু হতে দেননি আর্চার। প্রথম ওভারেই সাফল্য পেলেন ইংলিশ পেসার। শূন্য রানে এলবিডব্লিউ হয়ে যান ওয়েদারাল্ড। এরপর ল্যাবুশেনকেও প্যাভিলিয়নে ফেরত পাঠান আর্চার। ৯ রান করা এই ব্যাটারকে বোল্ড করেন এই ইংলিশ পেসার। জোফ্রা আর্চারের দেখানো পথে হেঁটে খাজা ও স্টিভ স্মিককে আউট করে দুই উইকেট নেন কার্স। পরের সময়টা কেবল স্টোকসময়। বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে টানা ৫ উইকেট নিয়েছেন ইংলিশ অধিনায়ক। অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাউকেই ক্রিজে থিতু হতে দিলেন না। ট্রাভিস হেডকে দিয়ে শুরু এরপর একেএকে আউট করেন ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, অ্যালেক্স ক্যারি ও স্কট বোল্যান্ডকে। স্টোকসের তোপে ৯ উইকেটে ১২৩ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে অজিরা।
ক্রিকেট
অ্যাশেজের প্রথম দিনে ১৯ উইকেটের পতন
ঐতিহ্যবাহী অ্যাশেজের প্রথম দিনেই ধস দুই দলের ব্যাটিংয়ে। এক দিনেই পতন হলো ১৯টি উইকেট। যা অ্যাশেজের গত ১০০ বছরে প্রথম দিনে যা সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ড।