চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড একাই ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত দাপট দেখাচ্ছেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম টেস্টের তৃতীয় দিনে আরেকটি সেঞ্চুরি তুলে নিয়ে তিনি জায়গা করে নিয়েছেন রেকর্ডবইয়ে।

এই মাঠেই হেড পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এবার সেই ভেন্যুতেই ওপেনার হিসেবে একই সিরিজে যৌথভাবে তৃতীয় সর্বাধিক টেস্ট সেঞ্চুরি করার কীর্তি গড়লেন তিনি।

তার এই অর্জনের পর ১১ জনের এক অভিজাত তালিকায় যোগ হয়েছে হেডের নাম—যেখানে আছেন ম্যাথু হেইডেন, অ্যালিস্টার কুক, মাইকেল স্ল্যাটার ও জ্যাক হবসের মতো কিংবদন্তিরা। সেই সঙ্গে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার দীর্ঘ ২৪ বছরের অপেক্ষারও ইতি টেনেছেন তিনি।

২০০২-০৩ মৌসুমের পর প্রথমবারের মতো হোম অ্যাশেজে তিনটি সেঞ্চুরি করা অস্ট্রেলীয় ওপেনার হলেন হেড। এই পথে তিনি ভেঙে দিয়েছেন ডন ব্র্যাডম্যানের প্রায় এক শতাব্দী আগের রেকর্ডও।

তৃতীয় দিনের লাঞ্চের আগে ১৬০ বল খেলে ১৬২ রানে অপরাজিত ছিলেন তিনি; ইনিংসে ছিল ২৪টি চার ও একটি ছক্কা। অ্যাশেজ ইতিহাসে যৌথভাবে চতুর্থ দ্রুততম ১৫০ রান করারও রেকর্ড গড়েছেন হেড—যেখানে ১৯৩০ সালে লর্ডসে ১৬৬ বলে ১৫০ রান করা ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে যান তিনি।

এই তালিকায় দুইবার জায়গা পাওয়া একমাত্র ব্যাটারও এখন হেড। এর আগে ২০২১ সালে ব্রিসবেনে ১৪৩ বলে ১৫০ রান করেছিলেন তিনি। পাশাপাশি অস্ট্রেলিয়ার পাঁচটি আলাদা ভেন্যুতে টেস্ট সেঞ্চুরি করা ব্যাটারদের দলে নাম তুলেছেন—যেখানে আগে ছিলেন স্টিভ স্মিথ, জাস্টিন ল্যাঙ্গার, ম্যাথু হেইডেন ও ডেভিড ওয়ার্নার।

২০১৮ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে অভিষেক করা হেড ৬৫ টেস্টের ক্যারিয়ারে অ্যাডিলেড, ব্রিসবেন, ক্যানবেরা, হোবার্ট, পার্থ ও মেলবোর্নের পর এবার সিডনিতেও সেঞ্চুরির স্বাদ পেলেন।