মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। তবে এই বাঁহাতি পেসারকে ৭ দিনের জন্য এনওসি দিয়েছে। আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন মুস্তাফিজ। এই সময়ে তিনটি ম্যাচ রয়েছে দিল্লির। গতকাল এক বিবৃতিতে মুস্তাফিজকে এনওসি দেওয়ার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, 'বিসিবি ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত মতে, জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য আগামী ১৮-২৪ মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।' বিরতির পর আইপিএল আবারো শুরু হচ্ছে আজ থেকে। তবে দিল্লির প্রথম ম্যাচ আগামী ১৮ মে। সেই ম্যাচ থেকেই মুস্তাফিজকে পাচ্ছে দিল্লি। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ২৪ মে। অর্থাৎ গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচেই খেলতে পারবেন ফিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মাঝপথে দল পেয়েছেন মুস্তাফিজ। গত ১৪ মে তাকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। দল পেলেও অনাপত্তিপত্র (এনওসি) জটিলতায় মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সেই শঙ্কা উড়ে গেছে। দিল্লির নামের পাশে ১১ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট। প্লে অফের সম্ভাবনা এখনই তাদের শেষ হয়ে যায়নি। তবে সমীকরণটা একটু কঠিনই। নিজেদের শেষ তিন ম্যাচে জয়ের সঙ্গে নজর রাখতে হবে অন্য দলগুলোর দিকেও। যদি প্লে অফের সমীকরণ মেলাতে পারে দিল্লি তাহলে পরের পর্বে মুস্তাফিজকে পাবে না তারা। উল্লেখ্য, আইপিএলের এবারের আসরের আগে মেগা নিলামে নাম দিয়েও অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে বাংলাদেশি এই পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এবার সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি। অনেকটা তড়িঘড়ি করে ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থাকা ফ্র্যাঞ্চাইজিটি। চুক্তি ৬ কোটি রুপির হলেও ফিজকে পুরো অর্থ দেবে না দিল্লি ক্যাপিটালস। আইপিএলের বেতনাদি সংক্রান্ত নিয়ম থেকে জানা যায়, বাকি ম্যাচগুলোর আনুপাতিক হারে বেতন পাবেন কাটার মাস্টার। আইপিএলে নীতিমালার ধারা ৬.৬ অনুসারে, কোনো বদলি ক্রিকেটারের ফি মূল ক্রিকেটারের চুক্তির চেয়ে বেশি হতে পারে না।