‘ভিশন ২০৩০’ কৌশলের অংশ হিসেবে সৌদি আরব আন্তর্জাতিকভাবে ক্রিকেটে পরিচিত হতে চায়। ব্যাপক আর্থিক বিনিয়োগের মাধ্যমে তারা ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দ্রুত অগ্রগতির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের একটি শক্তি হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য নিয়ে সৌদি আরব বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশ থেকে খেলোয়াড় আনার পরিকল্পনা করছে। যারা দীর্ঘমেয়াদে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের হয়ে খেলবে। এর আগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও যুক্তরাষ্ট্র একই ধরনের কৌশল গ্রহণ করেছিল। ক্রিকেটভিত্তিক একটি অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সৌদি আরব বিসিবির কাছে ক্রিকেটার সরবরাহের অনুরোধ জানায়। তবে বিসিবি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম এ প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘দুই মাস আগে সৌদি আরব থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, আর আমি না বলে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘সৌদি আরবের পক্ষ থেকে আমাদের কাছে পুরুষ ও নারী; উভয় বিভাগের খেলোয়াড় ও কোচ দেওয়ার যে অনুরোধ করা হয়েছিল সেটি প্রত্যাখ্যান করেছি। এসব খেলোয়াড় ও কোচ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর ভবিষ্যতে সৌদি আরবের হয়ে খেলতে পারতেন। কিন্তু নিজের দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমি কীভাবে তাদের খেলোয়াড় দিতে পারি?’