এজবাস্টনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটে-বলে শাসন করেছে ভারত। অধিনায়ক শুবমান গিলের অনবদ্য ২৬৯ রানের ইনিংস আর পেসারদের দুর্দান্ত শুরুর সুবাদে ইংল্যান্ডের ওপর স্পষ্ট দাপট দেখাচ্ছে সফরকারীরা। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৭৭ রান। ভারত এখনো এগিয়ে ৫১০ রানে।এর আগে প্রথম ইনিংসে ভারত তুলেছিল ৫৮৭ রান। সেই পাহাড়সম রানের পেছনে সবচেয়ে বড় অবদান শুবমান গিলের। ব্যাট হাতে যেন দুর্বার ছিলেন ভারতীয় অধিনায়ক। ৪৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইংল্যান্ডে ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক এখন তিনিই।
১৯৭৯ সালে সুনিল গাভাস্কারের করা ২২১ রানের ইনিংস ছাড়িয়ে গিল করলেন ২৬৯। যা এখন ভারতের বাইরে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রানও বটে।শুধু তাই নয়, ভেঙেছেন আরেক কিংবদন্তির রেকর্ড। অধিনায়ক হিসেবে ভারতের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল বিরাট কোহলির ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ২৫৪ রানে।এবার সেই রেকর্ডও নিজের করে নিলেন ২৪ বছর বয়সী এই ব্যাটার।
এশিয়ার বাইরে ভারতের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট স্কোরের মালিকও এখন গিল। শচিন টেন্ডুলকারের ২০০৪ সালে সিডনিতে করা ২৪১ রানের ইনিংস ছিল এতদিন এ তালিকার শীর্ষে। এখন সেই জায়গায় গিল। ৫৮৭ রানের বিশাল স্কোরের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে দুর্দান্ত শুরু এনে দেন পেসার আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ। মাত্র ২৫ রানে তিন উইকেট তোলে নেন এই দুই পেসার। এক বলের ব্যবধানে বেন ডাকেট ও অলি পোপকে ফেরান আকাশ দীপ। এরপর জ্যাক ক্রলিকেও সাজঘরে পাঠান সিরাজ। তিন শীর্ষ ব্যাটারকে হারিয়ে ইংল্যান্ড পড়ে যায় বিশাল চাপে। শেষ বিকেলে জো রুট ও হ্যারি বরুক কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দিন শেষে ইংল্যান্ড পড়ে রয়েছে ৫১০ রানে পিছিয়ে।