ইংল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজের প্রথম দুই খেলায় হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে ক্যারিবীয়রা। লন্ডনের কিংসটন ওভালের সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ওয়েষ্ট ইন্ডিজ।মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৮ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে ক্যারিবীয়রা।

সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা ছিল। এর আধাঘণ্টা আগে হওয়ার কথা ছিল টস। কিন্তু খেলোয়াড়রা রাস্তায় প্রচন্ড জ্যামের কারণে সাইকেল চালিয়েও নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে পারেননি।