যুব বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের ১৬তম আসরে প্রোটিয়াদের অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ বুলবুলিয়াকে। সাম্প্রতিক যুব ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

দক্ষিণ আফ্রিকা রয়েছে গ্রুপ ‘ডি’-তে। একই গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও তানজানিয়া। ১৬ জানুয়ারি ২০২৬ উইন্ডহোকের এইচপি ওভালে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা। তথ্য জিও সুপারের। দলকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধান কোচ মালিবংওয়ে মাকেতা বলেন, ‘এই ক্রিকেটাররা যেভাবে নিজেদের উন্নতি করেছে, সেটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। ১৬ বছর বয়সে তাদের সঙ্গে দেখা হয়েছে, এখনো দেখছি। তারা দেশের জন্য শুধু ক্রিকেটার নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠছে।’