আগামী ডিসেম্বরে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে ভারতীয় সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি স্থগিত হয়ে গিয়েছে। তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ঐ সিরিজে। বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে ইমেইল করে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। তবে স্পষ্ট করে তারা জানিয়েছে সিরিজটি মাঠে গড়াবে ফাঁকা সময়ে।
ফলে ২০২৮ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে এই সিরিজটি! আগামী বছর তথা ২০২৬ সালে বাংলাদেশ দলের টাইট সিডিউল রয়েছে এবং ২০২৭ সালে ভারতও মাঠে ব্যস্ত সময় কাটাবে। এফটিপিতে ২০২৮ সালের শুরুতে ফাঁকা সময় রয়েছে বাংলাদেশ দলের।