গ্রীষ্মঋতুর প্রথম মাস বৈশাখের চতুর্থ দিনে সিলেটে বৃষ্টির কারণে জিম্বাবুয়ের ক্রিকেট দল এক ঘন্টা পঁচিশ মিনিট অনুশীলন বন্ধ রেখে পুনরায় শুরু করে।

গতকাল সকাল সাড়ে ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে অনুশীলনে নামার কথা ছিল শন উইলিয়ামসনদের। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি প্রস্তুতি। এক ঘণ্টা পঁচিশ মিনিট অপেক্ষায় থাকতে হয় সফরকারী দল জিম্বাবুয়েকে।

বৃষ্টি থেমে যখন এক ঝলক রোদ তখন মাঠে নামেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। শুরু হয় হালকা দৌড় দিয়ে। এরপর নেটে কেউ ব্যাটিং-বোলিং। প্রায় ৫০ মিনিট ধরে চলে সেই প্রস্তুতি। পরে অনুশীলন শেষে হোটেলে ফিরে জিম্বাবুয়ে। এরআগে গত বুধবার দুপুরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে সিলেটে এসে পৌঁছায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। এদিকে, সিলেটে টানা তিন দিন অনুশীলন করার পর গত বুধবার বিশ্রাম করে বাংলাদেশ দল। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার পর অনুশীলন নামে বাংলাদেশ ক্রিকেট দল। উভয় দেশের খেলোয়াড়রা অনুশীলন করতে প্রচুর ঘাম ঝরাতে হয়েছে। তাদের চোখে-মুখে দেখা গেছে আত্মবিশ্বাসের চাপ।

আগামী ২০ এপ্রিল রোববার সিলেটের চা-বাগান বেষ্টিত লাক্কাতুরাস্থ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।