বিপিএলে এবার সিলেট টাইটান্সের ব্যাটিং কোচের গুরুদায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। জাতীয় দলের হয়ে খেলা ইমরুল এখন খেলার চেয়ে কোচিংয়েই বেশি মনোযোগ দিতে চাইছেন এবং বিপিএলের মতো টুর্নামেন্ট দিয়ে সেই হাতেখড়িটা হচ্ছে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩৯টি টেস্ট, ৭৮টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলা ইমরুল কায়েস সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। শুধু ইমরুল কায়েসই নন, কোচিং প্যানেল সাজানোর ক্ষেত্রে দেশিয়দের প্রাধান্য দিয়েছে সিলেট টাইটান্স। ফ্র্যাঞ্চাইজিটি পেস বোলিং কোচ হিসেবে চূড়ান্ত করেছে জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার সৈয়দ রাসেলকে। ৪১ বছর বয়সী রাসেল বাংলাদেশের হয়ে ৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন। সাবেক এই বাঁহাতি পেসার আগেই কোচিংয়ে নাম লিখিয়েছেন এবং বিপিএলকে সামনে রেখে আগেভাগেই তার সাথে চুক্তি করেছে সিলেট। এর আগে সিলেটের সাবেক ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে রাসেলের। এছাড়া, মাঠে দলটির নেতৃত্বের দায়িত্বে থাকবেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিলেটের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন সোহেল ইসলাম। নতুন মৌসুম সামনে রেখে তার সঙ্গে এই দুই সাবেক টাইগারকে কোচিং প্যানেলে যুক্ত করা নিঃসন্দেহে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকেরা।

সিলেট টাইটান্সের কোচিং প্যানেল

হেড কোচ: সোহেল ইসলাম

ব্যাটিং কোচ: ইমরুল কায়েস

বোলিং কোচ: সৈয়দ রাসেল

ফিল্ডিং কোচ: কেমস্লে রব