সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্তকে জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। গতকাল বিসিবির সভায় শান্তর নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়েছে। নির্বাচক হওয়ার আলোচনায় ছিলেন সাজ্জাদ হোসেন শিপনও। তবে শেষ পর্যন্ত শান্তর কাছেই দায়িত্ব দিল বিসিবি। নির্বাচক প্যানেলের প্রধান হিসেবে রয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। তার সহকারীর দায়িত্বে আছেন আব্দুর রাজ্জাক। তাদের সঙ্গে ছিলেন হান্নান সরকারও। তবে গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান সাবেক এই ক্রিকেটার।
হান্নানের সেই পদত্যাগের পর বিসিবি তার জায়গায় নতুন করে কোনো নির্বাচককে নিয়োগ দেয়নি। লিপু এবং রাজ্জাক এই দু’জন মিলেই গেল ৭ মাস ধরে নির্বাচক প্যানেলের দায়িত্ব সামলাচ্ছেন। তাদের ওপর চাপ কমাতে প্যানেলে নতুন করে আরেকজন নির্বাচক যুক্ত করল বিসিবি।