এশিয়া কাপ ২০২৫ ফাইনাল শেষে ট্রফি হস্তান্তর নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। চ্যাম্পিয়ন ভারত এখনো হাতে পায়নি ট্রফি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে না দিয়ে সেটি জমা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট বোর্ডের কাছে। টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জিতেছে ভারত। তবে তাদের অভিযোগ এসিসি প্রধান হিসেবে নাকভি প্রোটোকল ভঙ্গ করেছেন এবং চ্যাম্পিয়ন দলকে অসম্মান করেছেন। ফাইনালের পরপরই ট্রফি ও মেডেল না দেয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বর্তমানে ট্রফিটি ইউএই ক্রিকেট বোর্ডের কাছে রয়েছে। তবে কখন এবং কীভাবে এটি ভারতীয় দলের হাতে তুলে দেয়া হবে, তা এখনো নিশ্চিত নয়। মঙ্গলবার এসিসির সভায় এই নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা নাকভির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন এবং আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ দেয়ার হুমকি দেন। সভা চলাকালীন ভারতীয় পক্ষ দাবি জানায়, দ্রুত ট্রফি ও মেডেল ভারতীয় দলকে দিতে হবে। কিন্তু নাকভি শর্ত দেন ভারতীয় অধিনায়ক সূর্য কুমারকেকে দুবাইয়ে গিয়ে তার হাত থেকেই ট্রফি নিতে হবে। এই প্রস্তাব মেনে না নেয়ায় বৈঠক থেকে মাঝপথেই বেরিয়ে যান রাজীব শুক্লা ও আশীষ শেলার। ফলে ট্রফি-সংকটের সমাধান হয়নি। নাকভি বলেন, সূর্যকে দুবাইয়ে নিজে হাজির হয়ে ট্রফি নিতে হবে। এর ফলে কোনো সমাধান হয়নি এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে।
ক্রিকেট
ইউএই ক্রিকেট বোর্ডে এশিয়া কাপের ট্রফি জমা দিলেন নাকভি
এশিয়া কাপ ২০২৫ ফাইনাল শেষে ট্রফি হস্তান্তর নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। চ্যাম্পিয়ন ভারত এখনো হাতে পায়নি ট্রফি।
Printed Edition
