ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৭০ রানের বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রান করেছে আজিজুল হাকিম তামিমের দল। গতকাল হারারে স্পোর্টস ক্লাবে চ্যালেঞ্জিং পুঁজি গড়ার কারিগর মূলত দুইজন-রিজান হাসান ও কালাম সিদ্দিকি। ৬৫ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ১১৭ রানের বিশাল জুটি করে বাংলাদেশকে বড় পুঁজির ভিত গড়ে দেন তারা। ৭৫ বলে ৬৫ রান করে কালাম সিদ্দিকি সাজঘরে ফেরেন। এই ইনিংস সাজাতে ৬টি চারের সহায়তা নেন তিনি। পঞ্চম উইকেটে মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়ে ৬৩ রানের আরেকটি জুটি করেন রিজান। শেষ পর্যন্ত ৯৬ বলে ৯৬ রানের অনবদ্য ইনিংস খেলে অপ্রত্যাশিত রানআউটের শিকার হন তিনি, মিস হয়ে যায় সেঞ্চুরি। শেষ দিকে বাংলাদেশের রান বাড়িয়ে নিতে অবদান রাখেন আব্দুল্লাহ। ২৯ বলে ৩৮ রান করেন তিনি। তার সঙ্গে ৮ বলে ১৩ রানে অপরাজিত থাকেন সামিউন বশির। এর আগে ওপেনার জাওয়াদ আবরার ৪২ বলে ২১ ও রিফাত বেগ ২২ বলে ১৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ ওভারে ৪ উইকেটে ১৩৮ রান নিয়ে ব্যাট করছিল দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেট
ফাইনালে দ: আফ্রিকাকে বড় লক্ষ্য দিলো বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৭০ রানের বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রান করেছে আজিজুল হাকিম তামিমের দল।