বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তান দলকে শাস্তি দিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে স্লোা ওভার রেটের কারণে পাকিস্তান দলকে এই শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে দ্বিতীয ওয়ানডেতে ৮৪ রানে হার মানে পাকিস্তান। আর এই ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম করায় পাকিস্তান দলকে তাদের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই জরিমানা আরোপ করেন। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দোষ স্বীকার করে শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির আচরণবিধির ২.২ ধারা অনুযাযী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতিটি কম ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয।
উল্লেখ্য, চলমান সিরিজে দ্বিতীয়বারের মতো জরিমানা গুনলো পাকিস্তান। এর আগে নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম ম্যাচেও স্লো ওভার-রেটের জন্য তাদের ১০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছিল। সেই ম্যাচে পাকিস্তান নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করেছিল। আগামী শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয ও শেষ ওযানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউ জিল্যান্ড। যদিও স্বাগতিক দল ইতোমধ্যেই সিরিজ জয নিশ্চিত করেছে। তবু পাকিস্তানের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। কারণ, ২০১১ সালের ফেব্রুঢয়ারির পর নিউ জিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওযানডে জয়ের সুযোগ তাদের সামনে। শুধু তাই নয় হোয়াইটওয়াশ এড়ানোর চেষ্টা করবে তারা।