চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার (২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং শুরু করেও খুব বেশি সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও বাংলাদেশ বোলারদের সামনে একসময় ধসে পড়ে অতিথিরা।

আইরিশ ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টরের ব্যাটে প্রথম উইকেটে আসে ৩৮ রান। তবে শরীফুল ইসলাম টিম টেক্টরকে আউট করে প্রথম ব্রেকথ্রু এনে দেন। পরের ডেলিভারিতেই মোস্তাফিজুর রহমান বিদায় করেন হ্যারি টেক্টরকে।

এরপর লেগ স্পিনার রিশাদ হোসেন ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও শক্ত করেন। তিনি লোরকান টাকার (১) ও কার্টিস ক্যাম্ফারকে (৯) আউট করে আয়ারল্যান্ডকে গভীর চাপে ঠেলে দেন।

১২ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৭৪ রান, উইকেট পড়ে গেছে ৫টি।