ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর দ্রুত সময়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির পর পিএসএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। স্থানীয় খেলোয়াড়দেরও বলা হয়েছে আসন্ন ম্যাচের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে। শোনা গেছে, সবগুলো দলকে ইসলামাবাদে জড়ো করার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। সবগুলো ম্যাচ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা তাদের। তবে সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী পিসিবিকে অনুরোধ করেছেন, ভবিষ্যতে এমন যেকোনো সংকটের সময় টুর্নামেন্ট দুবাইয়ের বদলে বাংলাদেশে আয়োজন করার কথা ভাবতে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি আবেগ ও ভালবাসার কথা। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত পিএসএল বাংলাদেশে আয়োজনের অনুরোধ জানিয়ে বলেন,‘বাংলাদেশে স্টেডিয়ামগুলো সবসময় দর্শকে পরিপূর্ণ থাকে, এমনকি ক্লাব পর্যায়ের খেলাতেও। তাই নিরাপত্তা বা রাজনৈতিক কারণে যদি খেলা পাকিস্তানে আয়োজন সম্ভব না হয়, দয়া করে বাংলাদেশকে বিবেচনায় নিন।’ পিএসএলের দশম আসরে খেলার সুযোগ পান তিন বাংলাদেশি। ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুতে লিটন দাস দেশে ফিরে গেলেও, রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে মাঠ মাতিয়েছেন। নাহিদ রানা পেশোয়ার জালমির দলে থাকলেও ম্যাচ পাননি। শেষ পর্যন্ত পিএসএলের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর। গত বৃহস্পতিবার (৮ মে) রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পাশে ড্রোন হামলা চালায় ভারত। এরপর তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয় পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচটি। পরদিন পুরো টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়। এরপর ভারতও নিরাপত্তার শঙ্কায় ধর্মশালায় আইপিএলের পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিলের পাশাপাশি টুর্নামেন্ট স্থগিত করে। তবে সাম্প্রতিক এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তান যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে। ফলে দুই দেশই নিজেদের লিগের বাকি থাকা ম্যাচগুলো ফের মাঠে গড়ানোর প্রস্তুতি নিচ্ছে। পিএসএলের ৬টি ফ্র্যাঞ্চাইজিকে বিদেশি ক্রিকেটারদের দুবাই এবং স্থানীয়দের পাকিস্তানে প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পিএসএলের চলতি আসরে বাকি রয়েছে মোট ৮টি ম্যাচ। যার মধ্যে রয়েছে লিগ পর্বের ৪টি, প্লে-অফের ৩টি এবং ফাইনাল ম্যাচ। ২৭ ম্যাচ শেষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ইতোমধ্যে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। ৯ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষ দল তারাই। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে করাচি কিংস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। ৯ পয়েন্ট নিয়ে চারে লাহোর কালান্দার্স। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে পেশাওয়ার জালমি। মুলতান সুলতানস প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে। ৯ ম্যাচে মাত্র একটি জয়ে তাদের অবস্থান তলানিতে। ইন্টারনেট।
ক্রিকেট
বাংলাদেশে পিএসএল চান সাবেক পাক ক্রিকেটার
রাওয়ালপিন্ডিতে পিএসএলের সব ম্যাচ করার পরিকল্পনা
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর দ্রুত সময়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
Printed Edition
