টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে নতুন ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার কৃতিত্ব গড়েছেন তিনি। মুশফিকের এই ঐতিহাসিক মুহূর্তটিকে আরও স্মরণীয় করতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গতকাল সকালে বিশেষ আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিকুর রহিমকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরুর আগে শেষ হয় সব আনুষ্ঠানিকতা। মুশফিকের দীর্ঘ পথচলার প্রতি সম্মান জানিয়ে দেওয়া হয় দুটি স্মারক জার্সি। একটি ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে তার সতীর্থদের সই করা। আরেকটি বর্তমান বাংলাদেশ টেস্ট দলের। তার প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যৌথভাবে জার্সি দু’টি তুলে দেন। হাবিবুল ২০০৫ সালে যে বাগি গ্রিন টেস্ট ক্যাপটি মুশফিককে প্রথম তুলে দিয়েছিলেন, এবার স্মারক ক্যাপটিও তার হাতে তুলে দেন। এরপর এগিয়ে আসেন বাংলাদেশের সাবেক টেস্ট ক্রিকেটার আকরাম খান। তিনি মাইলফলকের স্মারক ক্যাপটি সংরক্ষণের জন্য একটি বিশেষ বাক্স উপহার দেন। তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান ও মুশফিকের দীর্ঘদিনের মেন্টর নাজমুল আবেদীন ফাহিমের কাছ থেকে একটি ক্রেস্ট গ্রহণ করেন মুশফিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান। তখন উপস্থিত ছিলেন মুশফিকের অভিষেক টেস্টের সময়কার কয়েকজন সতীর্থÑমোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, নাফিস ইকবাল, আনোয়ার হোসেন মনির, তালহা জুবায়ের, শাহরিয়ার নাফীস ও মোহাম্মদ আশরাফুল। মুশফিকের পরিবারও এ সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ আয়োজনে আবেগঘন কণ্ঠে মুশফিক তার পরিবার, সতীর্থ, কোচ ও সমর্থকদের ধন্যবাদ জানান। ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় এই দিনে দাঁড়িয়ে মুশফিক বলেন, ‘এখানে উপস্থিত সবার প্রতি ধন্যবাদ, আমার পরিবার, স্ত্রী, সতীর্থরা, বন্ধু ও ভক্তদের। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। তাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। আয়ারল্যান্ড দলকেও এখানে থাকার জন্য ধন্যবাদ।’ তার পর নিজের প্রতিক্রিয়া জানান বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘অভিনন্দন। আপনার এবং আপনার পরিবারের জন্য এটা অসাধারণ এক অর্জন। সবার মুখে শোনা যায় আপনার পাগলামি আর কঠোর পরিশ্রমের কথা। তবে আমাদের সবচেয়ে অনুপ্রাণিত করে আপনি কখনও ব্যক্তিগত লক্ষ্যের জন্য নয়, সবসময় দলের জন্য খেলেন।’ মুশফিককে অভিনন্দন জানিয়ে আরও লম্বা সময় পাওয়ার প্রত্যাশা অধিনায়ক শান্ত’র,‘আপনার সঙ্গে খেলতে সবসময় দারুণ লাগে। আমি আপনাকে অনুসরণ করতে চেয়েছি এবং আপনার কাছ থেকেই অনুপ্রেরণা নিয়েছি। আশা করি আপনি আরও দীর্ঘ সময় খেলবেন। মাঠে আপনার পাগলামি আর কঠোর পরিশ্রমের কথা সবাই বলে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনি ব্যক্তিগত মাইলফলকের জন্য নয়, দলের জন্য খেলেন। এটি আমাদের সবার জন্যই অনুপ্রেরণাদায়ক, বিশেষ করে যেসব তরুণ টেস্ট ক্রিকেট খেলতে চায়।’ দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ। একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা, হাসান মাহমুদ ও নাহিদ রানার পরিবর্তে একাদশে ফিরেছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ। এর আগে সিলেট টেস্টে দাপুটে জয়ের পর বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে।
ক্রিকেট
শততম টেস্টে মুশফিককে বিশেষ সম্মাননা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে নতুন ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার কৃতিত্ব গড়েছেন তিনি।
Printed Edition