ক্রিকেট
শাইনপুকুরকে হারিয়ে রূপগঞ্জের দ্বিতীয় জয়
প্রিমিয়ার ক্রিকেট লিগে শাইনপুকুরকে হারিয়ে বড় জয় পেয়েছে লিজেন্ড অব ররূপগঞ্জ। গতকাল দলটি ১০ উইকেটে হারিয়েছে শাইনপুকুরকে।
Printed Edition

প্রিমিয়ার ক্রিকেট লিগে শাইনপুকুরকে হারিয়ে বড় জয় পেয়েছে লিজেন্ড অব ররূপগঞ্জ। গতকাল দলটি ১০ উইকেটে হারিয়েছে শাইনপুকুরকে। গতকাল শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে বিশাল ব্যবধানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। এর আগে প্রথম রাউন্ডে তারা ১০ উইকেটে ম্যাচ জিতেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে। দ্বিতীয় রাউন্ডে ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে লড়াই করেও শেষ হাসিটা হাসতে পারেনি রূপগঞ্জ। এবার শক্তিতে তুলনামূলক পিছিয়ে থাকা শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে স্রেফ উড়িয়ে দিয়েছে আকবর আলীর দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শাইনপুকুর মাত্র ৬৯ রানে গুটিয়ে যায়। জবাবে ৯.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে রূপগঞ্জ। দুই ইনিংস মিলিয়ে ফল হওয়া ম্যাচে খেলা হয়েছে কেবল ৩৫.২ ওভার। রূপগঞ্জের এই জয়ের নায়ক স্পিনার তানভীর ইসলাম। বাঁহাতি স্পিনার ৭ ওভারে ১ মেডেনে ১৫ রানে ৩ উইকেট নেন। ৩ উইকেট পেয়েছেন পেসার রেজাউর রহমান রাজাও। ২৮ রানে তার শিকার ৩ উইকেট। এছাড়া ২টি উইকেট নেন শেখ মেহেদী। শাইনপুকুরের ব্যাটিং একদমই ভালো হয়নি। দলের তিন ক্রিকেটার কেবল দুই অঙ্ক ছুঁয়েছিলেন। ওপেনার নিয়ন জামান ১৪, উইকেট রক্ষক ফারজান আহমেদ ১০ এবং পেসার আল ফাহাদ ১০ রান করেছেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেনি। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ঝড়ো ব্যাটিং করেন। ২০ বলে ৩৫ রান করা তানজিদ দুইবার সুযোগ দিয়েছিলেন ফিল্ডারদের। কিন্তু কেউই তার ক্যাচ নিতে পারেননি। ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন তার সঙ্গী সাইফ। তিন ম্যাচ শেষে রূপগঞ্জের এটি দ্বিতীয় জয়। শাইনপুকুরের তৃতীয় ম্যাচে দ্বিতীয় পরাজয়।