আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়লেন ভুটানের স্পিনার সোনম ইয়েশে। মিয়ানমারের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে বল হাতে রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ৭ রানের বিনিময়ে ৮ উইকেট শিকার করেছেন তিনি। সংক্ষিপ্ত ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে এটিই এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার। সোনম ইয়েশে ভেঙে দিয়েছেন মালয়েশিয়ার বোলার সিয়াজরুল ইদ্রুসের রেকর্ড। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রান দিয়ে ৭ উইকেট নিয়ে এতদিন তালিকার শীর্ষে ছিলেন ইদ্রুস। এছাড়া চলতি মাসেই ১৯ রানে ৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা বাহরাইনের পেসার আলি দাউদ এখন নেমে গেছেন তালিকার তিন নম্বরে। গতকাল ভুটানের গেলেফুতে টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠায় মিয়ানমার। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে ভুটান। ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সোনম ইয়েশের ঘূর্ণি জাদুর মুখে পড়ে মাত্র ৪৫ রানেই অলআউট হয়ে যায় মিয়ানমার। নিজের প্রথম ওভারেই কোনো রান না দিয়ে ৩ উইকেট তুলে নেন ইয়েশে। এরপর নিজের দ্বিতীয় ওভারে ৩ রান খরচায় নেন ১ উইকেট। তৃতীয় ওভারে ১ রান দিয়ে শিকার করেন আরও ২ উইকেট। নিজের চতুর্থ ও শেষ ওভারে আরও ২ উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়েন এই উদীয়মান স্পিনার। সোনমের তোপে মিয়ানমারের ইনিংস স্থায়ী হয় মাত্র ৯.২ ওভার। ৮২ রানের বিশাল জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করল ভুটান। সিরিজের চতুর্থ ম্যাচে আগামীকাল (শনিবার) পুনরায় মুখোমুখি হবে এই দুই দল।