প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস হেরেছে বাংলাদেশ। আর টস জিতে আগে ব্যাটিং নিয়েছে স্বাগতিক পাকিস্তান। ফলে বাংলাদেশ প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আগে ফিল্ডিং করে। দ্বিতীয় ম্যাচে দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শেখ মেহেদী হাসানের বদলে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর পাকিস্তান ওপেনার ফখর জামানকে বাদ দিয়ে নিয়েছে শাহিবজাদা ফারহানকে। ৩৭ রানে প্রথম ম্যাচ হেরে যায় বাংলাদেশ। পাকিস্তানের অসাধারণ জয়ে একেবারে নাজেহাল হয়েছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ফ্লপ ছিল লিটন অ্যান্ড কোং।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ, আবরার আহমেদ।