মোস্তফা মোঘল, বগুড়া অফিস : আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য আবারও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে বেছে নিয়েছে বিসিবি। বিশ্বকাপের সর্বশেষ প্রস্তুতি নিতে চলতি মাসেই বগুড়ায় আসবে বাংলাদেশের যুবারা। শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেটে সবুজ ঘাসের প্রাধান্য থাকায় এখানে ব্যাটসম্যান এবং বোলার দুই পক্ষই সুবিধা পায়। ফলে এই উইকেটকে আদর্শ স্পোর্টিং উইকেট হিসেবে ধরা হয়। বিশ্বসেরা ক্রিকেটাররাও বগুড়ার উইকেটকে বিশ্বমানের বলে স্বীকৃতি দিয়েছেন। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের আগে শহীদ চান্দু স্টেডিয়ামে এক মাসের স্পেশাল ট্রেনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার উইকেটের সাথে বগুড়ার উইকেটের সাদৃশ্য থাকায় পজিটিভ রেজাল্টও পেয়েছিল বাংলাদেশ। আকবর আলীর নেতৃত্বে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই সুখ-স্মৃতিকে মাথায় রেখে এবারও বিশ্বকাপের শেষ প্রস্তুতির জন্য বগুড়াকেই বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড।
জানাগেছে, আগামী ২৯ ডিসেম্বর থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপগামী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের স্পেশাল ক্যাম্প। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। বিসিবির নির্দেশনার আলোকে শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেট এবং ক্যাম্পের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে। ক্যাম্প শেষে সরাসরি জিম্বাবুয়ে উড়াল দিবে বাংলাদেশের যুবারা।
১৫ জানুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় যুব ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। বি গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।