নতুন এক ভূমিকায় দেখা গেল সারা টেন্ডুলকারকে। কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা এবার যুক্ত হলেন ক্রিকেটের সঙ্গে ভিন্নভাবে। তিনি মালিকানা কিনেছেন একটি টি-টোয়েন্টি দলের, তবে সেটা বাস্তবের ক্রিকেটে নয়, বরং ই-স্পোর্টসে! সারা ‘গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ’-এ মুম্বাইয়ের দলের মালিকানা নিয়েছেন। জনপ্রিয় মোবাইল গেম ‘রিয়াল ক্রিকেট’-এ অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। লিগটির প্রথম দুই মৌসুমে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম মৌসুমে ২ লাখ মানুষ অংশ নিয়েছিল, যা দ্বিতীয় মৌসুমে বেড়ে দাঁড়ায় ৯ লাখ ১০ হাজারে।
ক্রিকেট
শচীন কন্যা সারা এখন ক্রিকেট দলের মালিক
নতুন এক ভূমিকায় দেখা গেল সারা টেন্ডুলকারকে। কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা এবার যুক্ত হলেন ক্রিকেটের সঙ্গে ভিন্নভাবে।
Printed Edition
