দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে অস্ট্রেলিয়া। ডারইউনে গতকাল সন্ধ্যায় প্রথম ম্যাচে প্রোটিয়াদের হারিয়েছে ১৭ রানের ব্যবধানে। অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন অবশ্য চেষ্টা করেছিলেন। কিন্তু ৫৫ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলেও জয়ের নাগাল পাননি। ট্রিস্টান স্টাবস ৫ চারে করেন ৩৭ রান। এছাড়া লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ১৪, এইডেন মার্করাম ১২ ও কাগিসু রাবাদা করেন ১০ রান। বল হাতে অস্ট্রেলিয়ার বেন ডারশুইস ২৬ রানে ৩টি ও জশ হ্যাজলউড ২৭ রানে নেন ৩টি উইকেট। অ্যাডাম জাম্পা ৪ ওভারের ৩৩ রানে দুটি উইকেট শিকার করেন। তার আগে বল হাতে দক্ষিণ আফ্রিকার সেরা ছিলেন কোয়েনা মাফাকা। ৪ ওভারে ২০ রানে ৪টি উইকেট নেন তিনি। ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন কাগিসু রাবাদা। অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে শুরুতে ধুকলেও টিম ডেভিডের ব্যাটে লড়াকু পুঁজি পায়। তিনি ৫২ বলে ৪টি চার ও ৮ ছক্কায় ৮৩ রানের ইনিংস খেলেন।
ক্রিকেট
জয় দিয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে অস্ট্রেলিয়া। ডারইউনে গতকাল সন্ধ্যায় প্রথম ম্যাচে প্রোটিয়াদের হারিয়েছে ১৭ রানের ব্যবধানে। অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি