টেস্ট সিরিজে সফরকারী আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সাদা পোশাকের এই সিরিজ শেষে এবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। আসন্ন এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ খেলা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ ও ব্যাটিং অলরাউন্ডার শামিম হোসেন। শামিম ও তাসকিনের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদ ও উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন অঙ্কন। সাম্প্রতিক সিরিজগুলোতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং নিয়ে শামীমকে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন অধিনায়ক লিটন দাস। তার জায়গাতেই সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য মাহিদুল ইসলাম অঙ্কন। দীর্ঘদিন ধরে চোট সমস্যার সঙ্গে লড়াই করা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ফেরত এসেছেন জাতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে গেলেও শেষ মুহূর্তে জানতে পারেন তিনি মূল স্কোয়াডে নেই। এরপর হংকং সিক্সেস টুর্নামেন্টেও চোটের কারণে খেলতে পারেননি। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার ফিরছেন টি–টোয়েন্টি দলে। বর্তমানে আবুধাবি টি–টেন লিগে নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তাসকিন আহমেদ। আগামী মাসে তিনি আবার সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবেন ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে (আইএলটি২০) শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলতে। পরবর্তী সময়ে সামনে রয়েছে বিপিএল ও টি–টোয়েন্টি বিশ্বকাপ। এই ব্যস্ত সূচি মোকাবেলায় ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে ডানহাতি এই পেসারকে। আগামী ২৭ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর। আর সিরিজের শেষ ম্যাচ হবে ২ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়াম।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন।