আগামী মে মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। এবার সিরিজটির সূচিও ঘোষণা করা হলো। বাংলাদেশ-আরক আমিরাত টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিজ্ঞপ্তিতে দুই ম্যাচের সূচি প্রকাশ করেছে দেশটি। চলতি মাসে পাকিস্তান সফরের আগে এই সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে এই দুটি টি-টোয়েন্টি খেলবে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ দুটিই অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়)। গতকাল এক বিবৃতিতে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুবহান আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ পুরুষ দলের বিপক্ষে আরেকটি টি-টোয়েন্টি সিরিজের আয়োজক হতে পারা রোমাঞ্চের। সর্বশেষ তিন বছরের মধ্যে তাদের সঙ্গে এটি আমাদের দ্বিতীয় দ্বিপক্ষীয় সিরিজ হতে চলেছে। ভালো দলের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতকে খেলার সুযোগ করে দিতে আমরা সব সময় আগ্রহী।’ বাংলাদেশের জন্য লম্বা টি-টোয়েন্টি মৌসুমের শুরু হবে এই সফর দিয়ে। পাকিস্তান সফরের পর শ্রীলঙ্কায় দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগস্টে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি আয়োজন হবে। সব সিরিজ হবে এশিয়া কাপের আগে। বিসিবি সিইও নিজাম উদ্দীন চৌধুরী বলেছেন, ‘এমিরেটস ক্রিকেট বোর্ডের এই টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের উদ্যোগকে স্বাগত জানাই। আসন্ন এশিয়া কাপ ঠাসা আন্তর্জাতিক সূচি সামনে রেখে দলের প্রস্তুতির জন্য এই ম্যাচগুলো হবে খুব গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিসিবি ও ইসিবির মধ্যে ক্রিকেটীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে এই দুটি ম্যাচ। ক্রিকেট ভক্তদেরকেও ভালো বিনোদন উপহার দিবে ম্যাচগুলো।’ আমিরাত বর্তমানে নেদারল্যান্ডসে বিশ্বকাপ লিগ টু খেলছে। ১১ ম্যাচে দুটি জিতে আট দলের মধ্যে তাদের অবস্থান সবার শেষে। এদিকে, মে মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। সূচির পরিকল্পনা অনুযায়ী, ২৫ মে এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে।
এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সিরিজের সব ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টায়। এদিকে, আসন্ন দুই সিরিজের আগে টি-টোয়েন্টির ভাবনায় থাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। বিসিবির একটির সূত্রের বরাতে ঢাকা পোস্ট জানতে পেরেছে, আগামী ৫ মে থেকে শুরু হতে পারে এই ক্যাম্প। ভেন্যু হতে পারে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। সবমিলিয়ে ৮ থেকে ১০ দিনের মতো হতে পারে এই ক্যাম্প। উল্লেখ্য, আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে তিনটিতেই। প্রথমটি জিতেছে মিরপুরে ২০১৬ এশিয়া কাপে, বাকি দুটি ২০২২ আরব আমিরাত সফরে। সর্বশেষ ২০২২ সালে আরব আমিরাতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ।