অধিনায়ক হিসেবে ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজেই কীর্তি গড়লেন শুবমান গিল। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অধিনায়ক হিসেবে নিজের প্রথম হোম সেঞ্চুরি তুলে নিলেন তিনি। এই সেঞ্চুরির মাধ্যমে তিনি বিরাট কোহলির এক বিরল রেকর্ডে ভাগ বসালেন। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর আধিপত্য বিস্তার করে ১৭৭ বলে এই মাইলফলক স্পর্শ করেন গিল। এটি ছিল এই বছরে তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। এর ফলে, তিনি বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডার বছরে পাঁচটি টেস্ট সেঞ্চুরি করার গৌরব অর্জন করলেন। কোহলি ২০১৭ এবং ২০১৮ সালে দুবার এই কীর্তি গড়েছিলেন। গিল ইংল্যান্ডের বিপক্ষে আগের সফরে চারটি সেঞ্চুরি করেছিলেন এবং দিল্লির সেঞ্চুরিটি ছিল এই বছরে তার পঞ্চম। এই অর্জনের মাধ্যমে গিল এক অভিজাত তালিকায় প্রবেশ করলেন। সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় বা রোহিত শর্মার মতো কিংবদন্তি অধিনায়করাও তাদের নেতৃত্বে থাকাকালীন এক বছরে পাঁচটি টেস্ট সেঞ্চুরি করতে পারেননি। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচগুলোতে সাম্প্রতিক সময়ে সেঞ্চুরির ছড়াছড়ি দেখা গেছে। ২০১৩ সাল থেকে দুই দেশের মধ্যে খেলা শেষ ১৪টি টেস্টে মোট ২৫টি সেঞ্চুরি হয়েছে, যার মধ্যে ২৩টিই এসেছে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাট থেকে। এটি দুই দলের ব্যাটিং লাইনআপের মধ্যে মানের বিশাল পার্থক্যকে তুলে ধরে। এই সময়ে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র ব্যাটার হিসেবে রস্টন চেজ দুটি সেঞ্চুরি করেছেন। রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার পর শুবমান গিলকে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়। একই সময়ে বিরাট কোহলিও এই ফরম্যাটকে বিদায় জানান, ফলে গিল দলের সেরা দুই পরামর্শদাতাকে ছাড়াই নেতৃত্ব শুরু করেন। তবে ইংল্যান্ড সফরে তিনি ব্যাট এবং অধিনায়কত্ব উভয় ক্ষেত্রেই দুর্দান্ত পারফর্ম করে সিরিজটি ২-২ ব্যবধানে ড্র করেন এবং ৭০০-এর বেশি রান করেন।

ভারতীয় অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডার বছরে পাঁচটি টেস্ট সেঞ্চুরি: বিরাট কোহলি (২০১৭), বিরাট কোহলি (২০১৮) ও শুবমান গিল (২০২৫)।